জর্ডানের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

বাংলাদেশ ফুটবলের দুরবস্থা চলছে অনেক দিন ধরেই। জাতীয় দল ঘুরপাক খাচ্ছে ব্যর্থতার বৃত্তে। ছেলেদের বয়সভিত্তিক ফুটবলেও এবার যোগ হলো ব্যর্থতার নতুন অধ্যায়। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ জর্ডানের বিপক্ষে হেরে গেছে ৭-০ গোলের বড় ব্যবধানে।
প্রথমার্ধে জর্ডান বাংলাদেশের জালে জড়িয়েছিল দুটি গোল। দ্বিতীয়ার্ধে তাদের যেন পেয়ে বসে গোল করার নেশায়। এবার আরো পাঁচটি গোল করেন জর্ডানের ফুটবলাররা। সব মিলিয়ে ৭-০ গোলের বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
জর্ডানের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন আহমেদ ফাওজি। বাকি চারটি গোল করেছেন সোলায়মান, নুর আজিম, মুসা মাহমুদ ও বাহা ফয়সাল।
বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে আগামীকাল শুক্রবার, তাজিকিস্তানের বিপক্ষে। আর বাংলাদেশের শেষ ম্যাচটি ফিলিস্তিনের বিপক্ষে, আগামী ২৩ জুলাই।