সিঙ্গাপুরে ব্যস্ত সময় কাটাচ্ছেন রোনালদো

আবার শুরু হচ্ছে ফুটবল দামামা। ইউরোপের সেরা ক্লাবগুলো তৈরি হচ্ছে নতুন মৌসুমের জন্য। এরই মধ্যে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মতো দলগুলো। লিওনেল মেসি-নেইমার-সুয়ারেজরা এখন দারুণ ব্যস্ত সময় পার করছেন। মৌসুম শুরুর প্রস্তুতি নিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে খেলে থাকে ইউরোপের দলগুলো। নিউইয়র্কে অনুশীলন করছেন মেসি-নেইমাররা। আর লস অ্যাঞ্জেলসে রয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের সেরা তারকারা যোগ দিয়েছেন প্রাক মৌসুমের এই আসরে। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর অবকাশ এখনো শেষ হয়নি। এখন সিঙ্গাপুরে রয়েছেন সিআরসেভেন।
জানা গেছে, সিঙ্গাপুরের বিলিয়নার বন্ধু পিটার লিম ও তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাতে সিঙ্গাপুরে গেছেন পর্তুগিজ তারকা। দেশটির থমসন মেডিকেল সেন্টারে লিম ও তাঁর মেয়ে কিমের সঙ্গে দেখা যায় রোনালদোকে। এ সপ্তাহের শুরুতে কিম পুত্রসন্তান জন্ম দেন। মূলত নবজাতক এ শিশুকে দেখার জন্যই রোনালদো সেখানে উপস্থিত হয়েছেন। শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরে পৌঁছান রোনালদো। সিঙ্গাপুর থেকে রাতেই চীনে যাবেন তিনি। সেখানে একটি ক্রীড়াবিষয়ক প্রতিষ্ঠানের সঙ্গে বড় অঙ্কের একটা চুক্তি স্বাক্ষর করবেন বলে জানা গেছে।
আগামী রোববার রিয়াল মাদ্রিদ তাদের প্রথম ম্যাচ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। এই ম্যাচে থাকবেন না রোনালদো। ম্যাচটি হবে ক্যালিফোর্নিয়ায়। ২৬ জুলাই রিয়ালের প্রতিপক্ষ ম্যানসিটি। এরপর ৩০ জুলাই হবে রিয়াল-বার্সা মহারণ। এই ম্যাচে দেখা যেতে পারে রোনালদোকে।