মিলানের সামনে উড়ে গেল বায়ার্ন

জেমস রদ্রিগেজ, কিংসলে কোমানকে কেনার পরও ভালো কিছু করে দেখাতে পারল না বায়ার্ন মিউনিখ। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে ইতালির ক্লাব এসি মিলানের কাছে খড়কুটার মতো উড়ে গেল জার্মান চ্যাম্পিয়নরা। শনিবার শেনজেনের স্পোর্টস সেন্টার মাঠে বায়ার্ন মিউনিখকে ৪-০ গোলে উড়িয়ে দেয় এসি মিলান। এই মৌসুমে ডিফেন্ডার লিওনার্দো বুনোচ্চি, মিডফিল্ডার লুকাস বিলিয়া এবং লেফট ব্যাক রিকার্ডো রদ্রিগেজসহ বেশ কিছু তারকা ফুটবলার কিনেছে এসি মিলান। মৌসুম শুরু না হতেই ফলটাও হাতেনাতে পেয়ে গেল দলটি।
চীনে ম্যাচের প্রথম ২৫ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। গোল করেন ফ্রাঙ্ক কেসেই ও প্যাট্রিক কাট্রানো। খেলার ১৪তম মিনিটে কেসেইয়ের গোলে এগিয়ে যায় মিলান। রিকার্ডো রদ্রিগেজ ও নিয়াং নিজেদের মধ্যে বল আদান-প্রদান করে বায়ার্ন মিউনিখকে ব্যস্ত করে তোলেন। এই সুযোগে জেমস রদ্রিগেজের নেওয়া শট গোলরক্ষক বিপদমুক্ত করলেও সুযোগসন্ধানী কেসেই বল পেয়ে যান। দারুণ গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর রিকার্ডো রদ্রিগেজের ফ্রি-কিক থেকে বল পেয়ে গোল করেন কাট্রানো। ম্যাচের তখন কেবল ২৫ মিনিট চলছে।
বিরতির ঠিক আগে ব্যবধানটা ৩-০ করেন কাট্রানো। বোনাভেনতুরার ক্রস থেকে বল পেয়ে সহজেই লক্ষ্য ভেদ করে মিলানের জয় অনেকটাই নিশ্চিত করেন এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের ৮৫তম মিনিটে শেষ গোল হজম করেন কার্লো আনচেলত্তির দল।
প্রথম ম্যাচে হারের স্বাদ পায় দুই দলই। প্রথম ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলের ড্রয়ের পর টাইব্রেকারে আর্সেনালের কাছে ২-৩ গোলে হেরে যায় বায়ার্ন। অন্যদিকে প্রথম প্রস্তুতি ম্যাচে জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ১-৩ গোলে হেরে যায় মিলান। শেষ ম্যাচে চেলসির বিপক্ষে খেলবে বায়ার্ন। অন্যদিকে বৃহস্পতিবার নিজেদের পরের ম্যাচে এসি মিলান খেলবে সিএস ক্রোইভার বিপক্ষে।