পিএসজিতেই যাচ্ছেন নেইমার?

নেইমারকে আর খুব সম্ভবত ধরে রাখতে পারছে না বার্সেলোনা। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনেই যাচ্ছেন এই ব্রাজিলীয় তারকা। এরই মধ্যে ফরাসি ক্লাবটির সঙ্গে আলাপ সেরে ফেলেছেন নেইমার। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার বাকি। ২২২ মিলিয়ন ডলারে নেইমারকে কিনছে পিএসজি। স্পেনের কাতালুনিয়া রেডিও এমনটাই দাবি করছে। কেবল তাই নয়, ইএসপিএনের পিএসজি প্রতিনিধি জানিয়েছেন, নেইমার নাকি তাঁর কয়েকজন সতীর্থকে বার্সেলোনা ছাড়ার বিষয়টি নিশ্চিতও করেছেন।
স্পেনে এসে মাঠের সময়টা ভালোই কেটেছে নেইমারের। তবে মাঠের বাইরে বিভিন্ন সময়ে শিরোনামে আসেন ব্রাজিল তারকা। কর ফাঁকির মামলা নিয়ে বেশ কাঠখড় পোহাতে হয়েছে তাঁকে। এরপরই বার্সেলোনার ওপর বীতশ্রদ্ধ হয়ে পড়েন তিনি। তখন থেকেই নতুন ঠিকানা খুঁজছিলেন নেইমার। আর অনেক আগে থেকেই নেইমারের বিষয়ে মুখিয়ে ছিল পিএসজি। দুইয়ে দুইয়ে এবার চার মিলিয়ে নিন।
স্প্যানিশ মিডিয়া দাবি করছে, নেইমারের বাবা ও তাঁর এজেন্ট এরই মধ্যে ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন। স্পেনের রেডিও স্টেশনটি জানিয়েছে, ‘চুক্তির বিষয়ে নেইমারের ইচ্ছেমতোই হয়েছে সবকিছু্। এই চুক্তির পেছনে সবচেয়ে বড় অবদান নাকি পিএসজির অধিনায়ক ও ব্রাজিলের তারকা ডিফেন্ডার থিয়েগো সিলভার।
এই মুহূর্তে আমেরিকার নিউইয়র্কে রয়েছেন নেইমার। বার্সেলোনা দলের সঙ্গে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের প্রস্তুতি পর্ব সারছেন তিনি। প্রথম ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে বার্সা। এই ম্যাচে দেখা মিলবে পুরোনো এমএসএন (মেসি-সুয়ারেজ-নেইমার) ত্রয়ীকে। ২৬ জুলাই কাতালান ক্লাবটির প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। এর চারদিন পর, অর্থাৎ ৩০ জুলাই মিয়ামিতেমেসি-সুয়ারেজদের প্রতিপক্ষ রোনালদো-বেলদের রিয়াল মাদ্রিদ। শোনা যাচ্ছে, ফরাসি লিগ শুরুর পূর্বেই নতুন দলের সঙ্গে যোগ দেবেন নেইমার।