ম্যানইউর কাছে হার রিয়াল মাদ্রিদের

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ হলেও জমজমাট উত্তেজনাপূর্ণ এক লড়াই উপহার দিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে সমতার পর পেনাল্টি শুটআউটে রিয়ালকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ম্যাচের প্রথম গোলটি করেছিল ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল মাদ্রিদের জালে বল জড়িয়েছিলেন তরুণ মিডফিল্ডার জেসে লিনগার্ড। দ্বিতীয়ার্ধে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল। ৬৯ মিনিটের মাথায় এই গোল শোধ করে খেলায় সমতা ফেরান ক্যাসেমিরো। শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় এই ১-১ গোলের সমতা নিয়েই।
পেনাল্টি শুটআউটের শুরুতে দুই দলই দিয়েছে গোল মিসের মহড়া। ম্যানইউর পক্ষে প্রথম দুটি পেনাল্টি মিস করেছিলেন অ্যান্থনি মার্শাল ও স্কট ম্যাকটোমিন। আর রিয়ালের পক্ষে গোল করতে পারেননি মাত্তেও কোভাচিচ ও রদ্রিগেজ আমিয়াজ। আর শেষ পেনাল্টিটি মিস করেছিলেন ক্যাসেমিরো।
ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে খেলেননি এ সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে প্রথম একাদশে ছিলেন গ্যারেথ বেল, করিম বেনজেমা, টনি ক্রুজ, ইসকোর মতো তারকারা। দ্বিতীয়ার্ধে অবশ্য সবাইকেই বদলি হিসেবে তুলে নিয়েছিলেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। মাঠে নামিয়েছিলেন দ্বিতীয় সারির দল।
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। আগামী ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের মিয়ামি গার্ডেনে মুখোমুখি হবে স্পেনের শীর্ষ দুই ক্লাব।