বার্সেলোনাতেই থাকবেন নেইমার, বলছেন পিকে

নেইমারকে নিয়ে ভালোই তোলপাড় চলছে ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে। ব্রাজিলিয়ান এই তারকাকে দলে ভেড়ানোর জন্য রেকর্ড পরিমাণ অর্থ খরচ করতে রাজি ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। নেইমারও নাকি বার্সেলোনা ছেড়ে পাড়ি জমাতে চান পিএসজিতে। এ নিয়ে চলছে নানা গুঞ্জন। এরই মধ্যে বার্সার তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে জানালেন, কোথাও যাচ্ছেন না নেইমার। থাকছেন বার্সেলোনাতেই।
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনা এখন আছে যুক্তরাষ্ট্রে। নেইমারের দুর্দান্ত নৈপুণ্যেই বার্সা হারিয়েছে জুভেন্টাসকে। জোড়া গোল করে নিজের অপরিহার্যতার কথা নতুন করে জানিয়েছেন নেইমার। যুক্তরাষ্ট্রেই অনুশীলনের ফাঁকে নেইমারের সঙ্গে একটি ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন পিকে। সঙ্গে লিখেছেন, ‘সে থাকছে।’
বার্সেলোনার পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, নেইমার কোথাও যাচ্ছেন না। কিন্তু এতে সংশয় দূর হচ্ছে না ফুটবল অঙ্গনে। গতকাল রোববার ফ্রান্সের শীর্ষ সংবাদপত্র লা প্যারিসিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে নেইমারের পিএসজিতে যোগদানের বিষয়টি। নেইমার নিজেও নাকি বার্সেলোনার ঘনিষ্ঠ সতীর্থদের বলেছিলেন, তিনি পাড়ি জমাতে চান পিএসজিতে।
২০১৩ সালে নেইমার ইউরোপিয়ান ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন বার্সেলোনা দিয়ে। তার পর থেকে এখন পর্যন্ত বার্সার জার্সি গায়ে ব্রাজিলিয়ান এই তারকা খেলেছেন চারটি মৌসুম। জিতেছেন দুটি লা লিগা, একটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি কোপা দেল রে শিরোপা।