ফুটবলই আমার সব : রোনালদো

ক্যারিয়ারে বেশ কয়েকটি ক্লাবে খেললেও ক্রিস্টিয়ানো রোনালদোর বেশির ভাগ অর্জন রিয়াল মাদ্রিদের হয়েই। পর্তুগিজ এই তারকা অনেকবারই বলেছেন, রিয়াল ছেড়ে আর কোথাও যেতে চান না তিনি। তবে বেরসিক সাংবাদিকদের সেটা কে বোঝাবে! বছর শেষ হলেই রোনালদোর ট্রান্সফার নিয়ে হাজার দিস্তা কাগজ নষ্ট করেন তাঁরা। ব্যতিক্রম নয় এবারও। তবে সিআরসেভেন আবার জানান দিলেন, বার্নাব্যু ছেড়ে কোথাও যাচ্ছেন না তিনি। এতটুকু বলেই ক্ষান্ত হননি রিয়াল তারকা। বললেন, ‘ক্যারিয়ারে আরো অনেক শিরোপা চাই আমার। গত বছর অনেকগুলো ট্রফি জিতলেও আমি এখনো ক্ষুধার্ত।’
কর ফাঁকি সংক্রান্ত মামলায় ফেঁসে যাওয়ার পর ধারণা কর হচ্ছিল, এবার হয়তো সত্যিই রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ খেলতে তাঁর দল এখন আমেরিকায় রয়েছে। তবে দলের সঙ্গে নেই রোনালদো। আগামী লা লিগা শুরু হলেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বর্তমানে অবকাশ যাপন করছেন রোনালদো। এর মধ্যে বেশ কয়েকদিনের জন্য চীন ও সিঙ্গাপুরে ছিলেন এই তারকা ফুটবলার। এরই ফাঁকে স্প্যানিশ একটি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মনের বেশ কিছু কথা জানালেন রোনালদো।
পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড বলেন, ‘ফুটবলই আমার সবকিছু, ফুটবল ছাড়া আমার পক্ষে বেঁচে থাকা কষ্টকর। এটা আমার পেশা নয়, নেশা। এই খেলাটা ছাড়া আর কিছু কল্পনা করতে পারি না আমি।’ আর যে কয়েক বছর মাঠে ফুটবল খেলছেন, সেই কয়েকদিন রিয়াল মাদ্রিদের হয়েই খেলতে চান রোনালদো। তিনি বলেন, ‘গত মৌসুমটা দারুণ ছিল। দলের হয়ে শিরোপা জেতার পাশাপাশি আমার ব্যক্তিগত রেকর্ডটাও সমৃদ্ধ হয়েছে। আবার সেই রকম একটা মৌসুম হলে দারুণ হবে।’ ছুটি শেষ করে আগস্টের প্রথম সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন রোনালদো।