এত দামে এমবাপেকে কিনছে রিয়াল মাদ্রিদ!

নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোয় কিনতে চেয়ে চমক লাগিয়ে দিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন। এবার চমক দেখাল রিয়াল মাদ্রিদ। মোনাকোর স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে কিনেছে রোনালদোর দল। দামটা শুনলে চোখ কপালে উঠবে আপনার। ১৮০ মিলিয়ন ইউরো। এমবাপের বয়স এখন মাত্র ১৮ বছর। ফরাসি ক্লাব মোনাকের হয়ে এখন পর্যন্ত কেবল দুটি মৌসুম খেলেছেন তিনি। রিয়ালের এমবাপেকে কেনার সংবাদটি জানিয়েছে স্প্যানিশ ক্লাব মার্কা।
কিলিয়ান এমবাপেকে কেনার জন্য মোনাকোর সঙ্গে সব আলোচনাই নাকি হয়ে গেছে রিয়ালের। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার দাবি। মার্কার খবরটি সত্যি হলে এখন পর্যন্ত ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হবেন এমবাপে। তবে নেইমার যদি পিএসজিতে যান তাহলে তিনিই হবেন সবচেয়ে দামি ফুটবলার। এমবাপের সঙ্গে ছয় বছরের চুক্তি করতে চায় রিয়াল মাদ্রিদ।
২০১০ সালে ফরাসি অখ্যাত ক্লাব বন্ডিতে অভিষেক হয় মোনাকোর। এরপর ২০১৩ সালে মোনাকোতে যোগ দেন তিনি। প্রথম মৌসুমটা মোটেও ভালো যায়নি তাঁর। ১১ ম্যাচে মাত্র এক গোল করেন এমবাপে। তবে গত মৌসুমটা দারুণ কেটেছে তাঁর। ২৯ ম্যাচে ২৬ গোল করেন এমবাপে।
গত মৌসুমে এমবাপের এমন দারুণ পারফরম্যান্সের কারণে রিয়ালের নজর পড়ে তাঁর ওপর। গত বছরে মোনাকোকে লিগ ওয়ান শিরোপা জেতাতে দারুণ ভূমিকা রাখেন এমবাপে।