ইউএস ওপেনে অনিশ্চিত জোকোভিচ
চোটের কারণে উইম্বলডনের মাঝপথে ছিটকে পড়েন নোভাক জোকোভিচ। সাবেক এক নম্বর খেলোয়াড়ের এবার ইউএস ওপেনে খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে। আগামী ২৮ আগস্ট শুরু হবে ইউএস ওপেন। এই আসরে জোকোভিচ শেষ পর্যন্ত খেলতে পারবেন কি না, তা নিয়ে এরই মধ্যে সংশয় দেখা দিয়েছে।
ইংল্যান্ডের সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে জানা যায়, বিশ্বের অন্যতম সেরা গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনে চোটের কারণে জোকোভিচের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাঁকে অন্তত ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
১২টি গ্র্যান্ড স্লাম জেতা জোকোভিচ এই আসরে ২০১৫ সালে সর্বশেষ শিরোপা জেতেন। অথচ চোটের কারণে এবার তাঁকে দর্শক হয়ে থাকতে হতে পারে।