রিয়াল মাদ্রিদকে ফুটবল শেখাল ম্যানসিটি

মৌসুম শুরুর প্রস্তুতি টুর্নামেন্ট বলা হয় ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপকে। নতুন মৌসুমে কেনা ফুটবলারদের এই টুর্নামেন্টেই ধাতস্থ করা হয়। রিয়াল মাদ্রিদও এটাকে প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসেবেই নিয়েছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রথম ম্যাচে প্রথমার্ধের পর পুরো দল বদলে দিয়েছিলেন জিনেদিন জিদান। বেল-বেনজমা-মডরিচদের নামিয়ে থিও হার্নান্দেজ, অস্কার রদ্রিগেজদের নামিয়ে দেন রিয়াল কোচ। সেই ম্যাচে রেড ডেভিলদের কাছে টাইব্রেকারে হারে রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয় ম্যাচে আবার হারল দলটি। এবার প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। এই ম্যাচেও দ্বিতীয়ার্ধে দ্বিতীয় সারির দল নামিয়ে দেন জিদান। তবে তার আগেই দুই গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে রিয়াল।
প্রথমার্ধ পর্যন্ত অবশ্য সিটির সঙ্গে দারুণ লড়াই করে যায় রোনালদোবিহীন রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি স্পেনের দলটি। খেলার ৫২ মিনিটে নিকোলাস ওটামেন্ডির গোলে লিড নেয় সিটি। এর সাত মিনিট পরেই ব্যবধানটা দ্বিগুণ করেন রহিম স্টারলিং। কয়েক মিনিট পর ব্যবধানটা ৩-০ করেন জন স্টোনস। আর ৮১ মিনিটে ব্রাহিম ডিয়াজের গোলে বড় ব্যবধানে হেরে যায় রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে এল সালভেদরের মিডফিল্ডার অস্কার দলে হয়ে একটি গোল শোধ করেন।
ম্যাচের ৪৬ মিনিটে কেইলর নাভাসকে তুলে নেন জিদান। এরপর ম্যাচের ৬২ মিনিটে বেল, বেনজমা, মার্সেলো, ইসকো, কাসেমিরোসহ সব তারকাকে উঠিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। ৩০ জুলাই শেষ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।