অভিমান ভেঙে অনুশীলনে নেইমার

আপাতত শান্ত বার্সেলোনা শিবির। রাগ-অভিমান ভেঙে অনুশীলনে ফিরেছেন নেইমার। ভোরে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। শনিবার অনুশীলনে করেছেন নেইমারসহ সবাই। এই সময় বেশ উচ্ছল দেখা যায় ব্রাজিল তারকাকে। সেমেদোর সঙ্গেও হাত মিলিয়েছেন তিনি। সব ভুলে কেবল রিয়ালের ম্যাচ নিয়ে ভাবছে বার্সা ও নেইমার।
এর আগে গত শুক্রবার অনুশীলনে সতীর্থ নেলসন সেমেদোর সঙ্গে মারামারি করেন নেইমার। কেবল তাই নয়, অগ্নিশর্মা নেইমার অনুশীলন পর্যন্ত করেননি। ট্রেনিং সেশনে নেইমারের গায়ে হাত তোলেন সেমেদোও। সেই মারামারির ভিডিওতে দেখা যায়, অনুশীলনের একপর্যায়ে নেইমারকে কড়া ট্যাকল করেন সম্প্রতি বার্সায় যোগ দেওয়া সেমেদো। এই নিয়ে সেমেদোর সঙ্গে বচসায় লিপ্ত হন নেইমার। একটা পর্যায়ে সেমেদোর কোনো এক কথা শুনে তাঁর দিকে তেড়ে যান নেইমার। সে সময় সেমেদো নেইমারের শরীরে আঘাত করেন। বসে থাকেননি নেইমারও। তিনিও হাত তোলেন সেমেদোর ওপর।
এই সময় আর্জেন্টাইন তারকা হাভিয়ের মাচেরানোর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে এই ঘটনায় কিছুতেই নিজের মেজাজ ঠান্ডা রাখতে পারছিলেন না নেইমার। ট্রেনিং পোশাক খুলে ফেলেন তিনি। মাঠ থেকে বের হওয়ার সময় সজোরে ফুটবলে লাথি মারেন তিনি। পুরো ঘটনায় যারপরনাই বিস্মিত বার্সেলোনার ফুটবলাররা। তবে অনুশীলনে ঠিক কী ঘটেছিল সেটা এখনো জানা যায়নি।
জানা গেছে, রাতে নেইমার ও সেমেদোর মধ্যে মধ্যস্ততা করে দেন বার্সার সিনিয়র ফুটবলাররা। এই সময় নাকি এই দুজন ফুটবলার একে অপরের কাছে ক্ষমাও চেয়ে নেন। তাই এখন সবকিছুই অতীত। ভোরে রিয়াল মাদ্রিদকে হারিয়ে মৌসুম শুরুর প্রস্তুতি পর্বটা ভালোভাবেই সারতে চায় বার্সেলোনা।