মোহামেডানকে হারিয়ে শেখ জামালের সূচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শুরুটা দারুণ হয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেডের। আসরে নিজেদের প্রথম ম্যাচে তারা হারিয়েছে ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে। সাবেক চ্যাম্পিয়নরা ম্যাচে জিতেছে ২-০ গোলে।
আজ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামালের জয়ে সূচনা গোলটি করেন মোমোদু বাহর। প্রথমার্ধের ইনজুরি সময়ে লক্ষ্য ভেদ করেন এই গাম্বিয়ান ফরোয়ার্ড। এরপর দ্বিতীয়ার্ধের শেষ দিকে নাইজেরীয় রাফায়েল ওডোইনের গোলে জয় নিশ্চিত করে তারা।
ম্যাচের ৫৫ মিনিটে বলার মতো প্রথম সুযোগ পেয়েছিল মোহামেডান। কিন্তু নাইজেরীয় স্যামসন ইলিয়াসুরে হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে হতাশ হতে হয় তাদের।
দিনের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ও বিজেএমসির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
এর আগে গতকাল শুক্রবার আসরের উদ্বোধনী ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেড ৩-২ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে।