পেলের আগে মেসি-ম্যারাডোনা

সর্বকালের সেরা ফুটবলার কে? অন্তহীন বিতর্কটা অনেক দিন ধরে চলেছে আর্জেন্টিনা ও ব্রাজিলের কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ও পেলেকে ঘিরে। কিন্তু এখন তাঁদের সাম্রাজ্যে হানা দিচ্ছেন লিওনেল মেসি। সাম্প্রতিক সময়ে বিতর্কটা মোড় নিয়েছে মেসি আর ম্যারাডোনার দিকে।
ফুটবলবিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন ফোর ফোর টু-র নতুন একটি জরিপে দেখা গেছে, ফুটবলপ্রেমীরা সর্বকালের সেরা ফুটবলার হিসেবে পেলের চেয়েও এগিয়ে রেখেছেন মেসি আর ম্যারাডোনাকে। তবে পূর্বসূরিকে এখনো পেছনে ফেলতে পারেননি মেসি। ম্যারাডোনাই পেয়েছেন সর্বকালের সেরা ফুটবলারের আসন। মেসি আছেন তাঁর ঠিক পরেই, দ্বিতীয় স্থানে। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের স্থান হয়েছে তৃতীয় স্থানে।
ক্লাব ও জাতীয় দলের হয়ে নৈপুণ্যের বিবেচনায় সর্বকালের সেরা ফুটবলারের নতুন এই তালিকা প্রকাশ করেছে ফোর ফোর টু। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ের কারণেই হয়তো মেসির চেয়ে বেশ খানিকটা এগিয়ে গেছেন ম্যারাডোনা।
বর্তমান সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো আছেন পঞ্চম স্থানে। তাঁর আগে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে পেলে ও ইয়োহান ক্রুইফের নাম। এখনো খেলে যাচ্ছেন এমন খেলোয়াড়দের মধ্যে আর কেউই জায়গা করে নিতে পারেননি শীর্ষ ৪০ ফুটবলারের মধ্যে। ৪১তম স্থানে আছেন ইতালির গোলরক্ষক জিনানলুইজি বুফন। স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার জাভি আছেন ৫০তম স্থানে।
ষষ্ঠ থেকে দশম স্থানের দখল নিয়েছেন আলফ্রেড ডি স্টেফানো, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জিনেদিন জিদান, ফেরেঞ্জ পুসকাস ও ব্রাজিলিয়ান রোনালদো।