বৃহস্পতিবার বার্সায় নেইমারের ফেয়ারওয়েল?

নেইমারকে আটকাতে পারল না বার্সেলোনা। শেষ পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেইনেই যাচ্ছেন ব্রাজিলের তারকা ফুটবলার। বুধবারই দলের হয়ে শেষ অনুশীলন করবেন নেইমার। বৃহস্পতিবার অনুশীলনের এক ফাঁকে দলের সেরা খেলোয়াড়টিকে বিদায় দেবেন সতীর্থরা। বেশ জাঁকজমকভাবেই নেইমারের বিদায় জানাতে চান মেসি-ইনিয়েস্তারা। নেইমারের বিদায়ের এমন তথ্য জানিয়েছে গোলডট কম।
কয়েক দিন ধরেই নেইমারের দলবদল নিয়ে সরগরম ফুটবল বিশ্ব। ২২২ মিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনা থেকে নেইমারকে টানার অপেক্ষায় রয়েছে ফরাসি ক্লাব পিএসজি। দলের সেরা তারকাকে আটকানোর সব ধরনের চেষ্টাই করেছে বার্সা। তবে অর্থের ঝনঝনানির কাছে সেটাকে ব্যর্থ আস্ফালনই মনে হচ্ছে। কারণ স্প্যানিশ ও ফরাসি মিডিয়াগুলো নিশ্চিত করে বলছে, শেষ পর্যন্ত প্যারিসেই যাচ্ছেন নেইমার।
এর আগে অবশ্য প্যারিসে নেইমারের মেডিকেল টেস্ট হওয়ার গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত তেমনটা হয়নি। চীন থেকে মেডিকেল টেস্টের জন্য কাতারে যাননি নেইমার।
এদিকে সর্বশেষ তথ্যমতে, নেইমারের বোনাস আটকে দিয়েছে বার্সেলোনা। চুক্তি অনুযায়ী মৌসুম শেষে নেইমারের ২৬ মিলিয়ন ইউরো বোনাস পাওয়ার কথা ছিল। তবে কাতালান ক্লাবের একটি সূত্র বলছে, দল ছাড়ার কথা ওঠায় নেইমারের বোনাস আটকে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ব্রাজিল তারকা যদি ন্যু ক্যাম্পে থাকেন, তাহলেই কেবল বোনাসের অর্থটা পাবেন তিনি।