এই ছবির জন্যই কি বার্সা ছাড়লেন নেইমার?

এ বছরের মার্চে বার্সেলোনা গড়েছিল ঘুরে দাঁড়ানোর অনন্য এক রেকর্ড। প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে ৪-০ গোলে হারলেও দ্বিতীয় লেগে বার্সা পেয়েছিল ৬-১ গোলের অবিস্মরণীয় জয়। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে কখনো দেখা যায়নি এমন ঘুরে দাঁড়ানোর নজির। আর ইতিহাসগড়া এই মুহূর্তটির অন্যতম কারিগর ছিলেন নেইমার। শেষমুহূর্তে তাঁর দুই গোলেই বার্সেলোনা পেয়েছিল ৬-১ গোলের অসাধারণ এক জয়।
স্বাভাবিকভাবেই হয়তো নেইমার ভেবেছিলেন, তাঁর ওপরেই থাকবে পাদপ্রদীপের আলো। কিন্তু সেই অবিস্মরণীয় বিজয়ের পর বার্সেলোনার পক্ষ থেকে যে ছবিটি প্রকাশ করা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমের সাইটগুলোতে, সেখানে দেখা যায় লিওনেল মেসি হাত তুলে দাঁড়িয়ে আছেন ভক্তকুলের মধ্যে। যেন তিনিই ছিলেন বার্সার রক্ষাকর্তা। ছবিটিও ফেসবুক-টুইটারে ছড়িয়ে পড়ে দাবানলের মতো। মেসিই কেড়ে নেন সব মনোযোগ।
এ ছবিটির কারণেই নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে পাড়ি জমালেন কি না, এমন প্রশ্ন জোরেশোরেই উঠেছে ফুটবল অঙ্গনে। স্পেনের শীর্ষ সংবাদপত্র এল পাইসের ক্রীড়া সাংবাদিক র্যামন বেসা দাবি করেছেন, এই ছবি দেখেই নেইমার বুঝতে পেরেছিলেন যে বার্সেলোনাতে কখনোই তিনি প্রধান তারকা হয়ে উঠতে পারবেন না। সব সময়ই তাঁকে থাকতে হবে মেসির ছায়ায়। ফলে নিজেকে আলাদাভাবে চেনানোর জন্যই বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।
২০১৩ সালে বার্সেলোনা দিয়েই ইউরোপিয়ান ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন নেইমার। এরপর চারটি মৌসুমে কাটিয়েছেন সফল একটি সময়। দুটি লা লিগা, একটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি কোপা দেল রে শিরোপা। আক্রমণভাগে লুইস সুয়ারেজ ও মেসির সঙ্গে দারুণ জুটি গড়ে তুলেছিলেন নেইমার। আদর করে তাঁদের একসঙ্গে ডাকা হতো ‘এমএসএন’ বলে। এখন প্যারিস সেইন্ট জার্মেইনে তিনি কেমন সাফল্য পান, সেটাই দেখার বিষয়।