কৌতিনহোকে বিক্রি করতে চায় না লিভারপুল

নেইমার খুব বিপদেই ফেলে দিয়েছে বার্সেলোনাকে। তিনি যে পিএসজিতেই যাবেন সেটা কাতালান ক্লাবটিকে আগেভাগে জানালে নেইমারের বিকল্প খুঁজতে আর একটু বেশি সময় পেত দলটি। দল বদলের শেষ সময়ে নেইমার ক্লাব বদল করার এখন বেকায়দায় পড়ে গেছে বার্সেলোনা। নেইমারের জায়গায় নতুন খেলোয়াড় কিনতে মরিয়া হয়ে উঠেছে স্পেনের ক্লাবটি। তবে বাজারে যুৎসই করতে পারছেন না তাঁরা। নেইমারের বদলি হিসেবে ফিলিপে কৌতিনহোকে সবচেয়ে বেশি পছন্দ বার্সার। তবে কাতালান ক্লাবটির প্রস্তাব বারবারই ফিরিয়ে দিয়েছে লিভারপুল।
নেইমার চলে যাওয়ার পরই কৌতিনহোকে পেতে জোর চেষ্টা শুরু করে বার্সেলোনা। মঙ্গলবার চুক্তি সংক্রান্ত আলোচনা সারতে ইংল্যান্ডে আসেন বার্সেলোনার প্রতিনিধিদল। তবে কৌতিনহোকে বিক্রি করবে না বলে জানিয়ে দিয়েছে লিভারপুল। স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোতির্ভো জানায়, কৌতিনহোকে কিনতে মঙ্গলবার ইংল্যান্ডে এসেছে বার্সার একটি দল। ক্লাবের জেনারেল ডিরেক্টর অস্কার গ্রাউ, ডিরেক্টর অব ফুটবল রাউল সালেহি এবং বোর্ড সদস্য হাভিয়ের বোরদাস রয়েছেন এই দলে।
এর আগে লিভারপুলে কোচ ইয়ুর্গেন ক্লপ পরিষ্কার করে জানিয়ে দেন যে, কৌতিনহো বিক্রির জন্য নয়। তিনি বলেন, ‘আমি বলেছি কৌতিনহোকে আমরা বিক্রি করব না, যার অর্থ হচ্ছে সে বিক্রির জন্য নয়। এ বিষয়ে বারবার বলার তো কিছু নেই।’
কৌতিনহোকে কিনতে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি খরচ করতে রাজি বার্সেলোনা। তবে কোনো শর্তেই ব্রাজিল তারকাকে ছাড়ছে না তাঁর দল লিভারপুল। এখন দেখা যাক, দলবদলের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জেতে কোন পক্ষ।