বার্সেলোনার জয়ে মেসির দুর্ভাগ্যের হ্যাটট্রিক

প্রতিপক্ষের জালে বল জড়িয়ে হ্যাটট্রিক প্রায়ই করেন লিওনেল মেসি। কিন্তু গোল মিসের হ্যাটট্রিক? সেটাও আবার দুর্ভাগ্যবশত গোলপোস্টে বল লেগে? নিশ্চিতভাবেই এমন দুর্ভাগ্যের শিকার খুব কমই হয়েছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। তিন-তিনবার মেসির শট ফিরে এসেছে গোলপোস্টে লেগে। তবে মেসি দুর্ভাগ্যের শিকার হলেও রিয়াল বেটিসের বিপক্ষে বার্সেলোনাকে অবশ্য হতাশ হতে হয়নি। ২-০ গোলের জয় দিয়ে লা লিগার নতুন মৌসুমের শুরুটা ভালোভাবেই করেছে কাতালানরা।
ন্যু ক্যাম্পে খেলা শুরুর তিন মিনিটের মাথাতেই গোলের দেখা পেয়ে যেতে পারতেন মেসি। কিন্তু গোলপোস্টের সামনে থেকে নেওয়া শটটি চলে যায় কিছুটা বাইরে দিয়ে। ১৪ মিনিটে মেসির নেওয়া ফ্রিকিক থেকে বল মাঠের বাইরে চলে যায় গোলপোস্ট ছুঁয়ে। ২৫ মিনিটের মাথায় আবারও একটি গোলের সুযোগ আসে মেসির সামনে। এবারও তাঁর শটটি চলে যায় গোলপোস্টের কয়েক ইঞ্চি বাইরে দিয়ে। ৩৪ মিনিটে মেসির আরেকটি ফ্রিকিক ফিরে আসে গোলপোস্টে লেগে। দ্বিতীয়ার্ধেও এ রকম আরো দু-একবার গোলের সুযোগ পেয়েও কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি এই আর্জেন্টাইন তারকা। রিয়াল বেটিসের বিপক্ষে একটি গোল করতে পারলেই লা লিগায় বার্সার হয়ে ৩৫০তম গোলের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারতেন মেসি।
তবে ভাগ্যদেবী মেসিকে সঙ্গ না দিলেও ২-০ গোলের সহজ জয় দিয়ে লা লিগার শুরুটা ভালোভাবেই করতে পেরেছে বার্সেলোনা। ম্যাচের দুটি গোলই এসেছে প্রথমার্ধে। ৩৬ মিনিটের মাথায় বার্সেলোনার প্রথম গোলটি অবশ্য এসেছে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে। নিজেদের জালেই বল জড়িয়ে দিয়েছিলেন রিয়াল বেটিসের ডিফেন্ডার অ্যালিন টোসকা। ৩৯ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেছেন সার্জি রবার্তো।
লা লিগার অপর ম্যাচে সহজ জয় পেয়েছে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। দেপোর্তিভো লা করুনাকে তারা হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে।