রিয়ালের বার্নাব্যু ট্রফি জয়

দীর্ঘদিনের কোচ সান্তিয়াগো বার্নাব্যুকে উৎসর্গ করে ১৯৭৯ সাল থেকে একটি টুর্নামেন্টের আয়োজন করে আসছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর নৈপুণ্যে এ আসরে তারা ২-১ গোলে জিতেছে ইতালির ক্লাব ফিওরেন্তিনার বিপক্ষে। তাই ঘরে তুলেছে ২৭তম শিরোপা।
গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত এ ম্যাচে অবশ্য প্রথমেই এগিয়ে যায় ফিওরেন্তিনা। চতুর্থ মিনিটে গোলের দেখা পায় তারা, জর্ডান ভেরেটোট এগিয়ে দেন দলকে।
ম্যাচের সমতায় ফিরতে খুব বেশি সময় লাগেনি রিয়ালের। সপ্তম মিনিটে মার্কো অ্যাসেনসিওর পাস থেকে রোনালদোর বাড়িয়ে দেওয়া বল ধরে সহজে লক্ষ্যভেদ করেন বোরজা মায়োরাল।
এর পর ছিল রোনালদো শো, ৩৩ মিনিটে তাঁর অসাধারণ এক গোলে এগিয়ে যায় রিয়াল। চমৎকার কোনাকুনি শটে প্রতিপক্ষ গোলরক্ষক মার্কো স্পোর্তিয়েলোকে বোকা বানান রোনালদো।
বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে রেফারিকে ধাক্কা মারায় দ্বিতীয় লেগ ও লা লিগার প্রথম ম্যাচ খেলতে পারেননি রোনালদো। লা লিগায় আরো তিন ম্যাচ খেলতে পারবেন না তিনি। তবে এটি তাঁদের নিজেদের টুর্নামেন্টে বলেই খেলতে পেরেছেন।