বিশ্ব চ্যাম্পিয়ন কোরিয়ার সঙ্গে পেরে উঠল না টাইগ্রেসরা

এএফসি অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপের গ্রপ পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী কোরিয়ার বিপক্ষে ৯-০ গোলে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় থাইল্যান্ডের চোনবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্থেই চার গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচে আর ফিরতে পারেনি লাল-সবুজের মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপজয়ী দল কোরিয়া। ম্যাচের পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ফরোয়ার্ড কিম ইয়ন ওং গোল করে কোরিয়াকে এগিয়ে দেন। অষ্টম মিনিটে আবার গোল করেন কিম ইয়ন।
খেলার ২০ মিনিটের মাথায় তৃতীয় গোল হজম করে টাইগ্রেসরা। এবার গোল করেন কিম রিউ সং। ৩৩ মিনিটে ব্যবধানটা ৪-০ করেন সং। ই্য়ুন একের পাসে বল পেয়ে দুর্দান্ত গোল করেন এই ফরোয়ার্ড।
চার গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় দুল। বিরতির পর খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় গোলরক্ষক রোকসানার ভুলে আবার গোল হজম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯-০ বড় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। কোরিয়ার এটি দ্বিতীয় বৃহত্তম জয়। এর আগে ২০১৩ সালে চায়নিজ তাইপেকে ১০-০ গোলে হারিয়েছিল কোরিয়ার মেয়েরা। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে তাঁরা।
গত বছর বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পায় বাংলাদেশ। ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে সানজিদা-স্বপ্নারা। ১৭ সেপ্টেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মেয়েরা।