বিতর্কিত বেন স্টোকস বিয়ের পিঁড়িতে

নানা কারণে বিতর্কিত তিনি। কদিন আগে ব্রিস্টলের এক নাইটক্লাবে মারামারি বাধিয়ে এক রাত কারাগারেও থাকতে হয়েছে ইংলিশ ক্রিকেটার বেন স্টোকসকে। পরে অবশ্য ছাড়া পেয়েছেন, কিন্তু এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আলাদাভাবে তদন্তের ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সে সময় তাঁকে বাদ দেওয়া হয়েছিল দল থেকেও।
তবে এই দুঃসময়েও নতুন সুসংবাদ এসেছে স্টোকসের জীবনে। দীর্ঘদিনের বান্ধবী ক্লেয়ার র্যাটক্লিফের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন তিনি। গতকাল শনিবার সমারসেটের ওয়েস্টন সুপার মারে সেন্ট ম্যারি গির্জায় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তাঁরা।স্টোকসের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জো রুট, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যলেস্টার কুক ও স্টুয়ার্ট ব্রডসহ আরো বেশ কয়েক সতীর্থ ক্রিকেটার। উপস্থিত ছিলেন তাদের স্বজন ও বন্ধুরাও।
তবে আগামী অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে যেতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগে ফৌজদারি মামলাও হতে পারে।