ধোনির তো আর্সেনালে খেলা উচিত!

মহেন্দ্র সিং ধোনি যে ক্রিকেটটা ভালোই খেলতে পারেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভারতের সাবেক এই অধিনায়ক জিতেছেন আইসিসির প্রায় সবগুলো বড় শিরোপা। নিঃসন্দেহেই তিনি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। শুধু ক্রিকেটই নয়, ফুটবলটাও বেশ ভালোই খেলেন ধোনি। বলিউড তারকাদের বিপক্ষে একটি দাতব্য ম্যাচে তিনি যে রকম ফুটবল নৈপুণ্য দেখিয়েছেন, তাতে অনেকেই বলা শুরু করেছেন যে ধোনিকে দলে ভেড়ানো উচিত ইংল্যান্ডের ক্লাব আর্সেনালে। তাতে যদি ক্লাবটির শিরোপা খরা কাটে!
গত বছর অভিষেক বচ্চনের নেতৃত্বে বলিউড তারকাদের বিপক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলেছিলেন ভারতের ক্রিকেটাররা। সেলিব্রেটি ক্ল্যাসিকো নামে পরিচিতি পাওয়া সেই ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। সেই ম্যাচের সাফল্য দেখে এ বছরও আয়োজন করা হয়েছিল এই সেলিব্রেটি ক্ল্যাসিকো। মুম্বাই ফুটবল অ্যারেনায় মুখোমুখি হয়েছিলেন বলিউড তারকাদের অল স্টার্স ও ক্রিকেটারদের অল হার্টস।
গত বছর ম্যাচটি ড্র হলেও এবার অভিষেক বচ্চনদের কোনো সুযোগই দেননি ভারতের ক্রিকেটাররা। ম্যাচটি জিতে নিয়েছেন ৭-৩ গোলের ব্যবধানে। আর পুরো ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে নজর কেড়েছেন ধোনি। বিশেষত ফ্রিকিক থেকে এমন অসাধারণ একটি গোল করেছেন, যা দেখে মনে হয়েছে তিনি পুরোদস্তুর পেশাদার ফুটবলার। টুইটারে ধোনির এক ভক্ত লিখেছেন, ‘আলেক্সিস সানচেজের বদলে আর্সেনালের উচিত ধোনিকে দলে ভেড়ানো।’
২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত ধোনি খেলবেন কি না, এ নিয়ে প্রায়ই সরগরম হয়ে ওঠে ভারতের ক্রিকেট অঙ্গন। টুইটারে ধোনির এক ভক্ত পরামর্শ দিয়েছেন, ক্রিকেট না খেললে ধোনি নেমে পড়তে পারেন ফুটবল মাঠে। ভারতের জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতাও ধোনির আছে বলে মনে করেন তিনি।