রংপুরকে আরো শক্তিশালী করতে আসছেন ম্যাককালাম

আর কয়েকদিন বাদেই শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর বিপিএল। সব দলই ইতিমধ্যে তাদের ঘর গোছানো শেষ করেছে। এবারের আসরে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে রংপুর রাইডার্স। মাশরাফি বিন মুর্তজা, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ মিথুন, সোহাগ গাজী, আব্দুর রাজ্জাকদের মতো দেশি তারকাকে ভিড়িয়েছে দলটি। বিদেশি তারকাদের ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে দেশের সর্বউত্তরের ফ্যাঞ্চাইজিটি। ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, রবি বোপারা, থিসারা পেরেরাদের মতো তারকা রয়েছেন দলটিতে। এবার আরেক তারকা ক্রিকেটারকে দলে ভেড়াল রংপুর। নিউজিল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম খেলবেন রংপুরের হয়ে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বের বিভিন্ন দেশের লিগগুলোতে এখনো সুনামের সঙ্গে খেলছেন ম্যাককালাম। সম্প্রতি তাঁর ব্যাটে ভর করেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। এবারের আসরে ১০ ম্যাচে ৩৩৫ রান করেছেন তিনি। ইনজুরির কারণে অবশ্য শেষ তিনটি ম্যাচে খেলেননি এই হার্ডহিটার ব্যাটসম্যান। শেষ তিনটি ম্যাচ খেললে আসরে সেরা রান সংগ্রাহক হতে পারতেন এই কিউই ব্যাটসম্যান। এ বছর বিগব্যাগ, আইপিএল, ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও সিপিএলে মোট ৪৩টি ম্যাচ খেলেছেন তিনি। ৩১ গড়ে মোট এক হাজার ১৭৩ রান করেছেন তিনি। রান সংখ্যায় তাঁর চেয়ে এগিয়ে আছেন কেবল অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। ৩৭ ম্যাচে এক হাজার ২১৩ রান করেছেন এই অসি ক্রিকেটার।
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্রেন্ডন ম্যাককালামের চেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান খুব কমই রয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সবোর্চ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান তিনি। ৭১ ম্যাচে করেছেন ২১৪০ রান। সব ধরণের টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সবোর্চ্চ রানের রেকর্ডটা এই কিউই ব্যাটসম্যানের দখলে। ২৯৭ ম্যাচে ৮২৪৫ রান করেছেন তিনি। ৩০৯ ম্যাচে ১০৫৭১ রান করে তালিকার শীর্ষে রয়েছেন ক্রিস গেইল। এবারের আসরে দুজনেই খেলবেন রংপুরের হয়ে। তাহলে বুঝুন, কতটা শক্তিশালী স্কোয়াড নিয়ে নামছে রংপুর রাইডার্স।
তবে শুরু থেকে ব্রেন্ডন ম্যাককালামকে পাচ্ছে না রংপুর। বিপিএল শুরু হবে ৪ নভেম্বর আর ম্যাককালাম মাশরাফির দলে যোগ দেবেন ১৫ নভেম্বর। এবারের বিপিএলে ৯টি ম্যাচে খেলার কথা রয়েছে এই কিউই ব্যাটসম্যানের।