শিরোপা ধরে রাখতে পারবে তো ঢাকা ডায়নামাইটস?

অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর আগে ঢাকা ডায়নামাইটস সম্পর্কে এমন কথাই বলছেন সমালোচকরা। কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, কাইরন পোলার্ড, মোহাম্মদ আমির, এভিন লুইস, সুনীল নারাইন, শেন ওয়াটসনসহ নামীদামি তারকা রয়েছেন দলটিতে। তারকাদের এতই প্রভাব যে আলোচনায় থাকার অবকাশ পাচ্ছেন না মোসাদ্দেক হোসেন, আবু হায়দার রনি, মেহেদী মারুফের মতো দেশি ক্রিকেটাররা। বিদেশি তারকায় ভরপুর দলটি এবারও বিপিএলের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল।
সাকিব আল হাসানের নেতৃত্বে আগামী ৪ নভেম্বর সুরমা সিক্সার্সের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। গত আসরে ১২টি ম্যাচের আটটিতে জিতে প্লে-অফে উঠেছিল সাকিবের দল। কোয়ালিফায়ার ম্যাচে খুলনা টাইটান্সকে উড়িয়ে ফাইনালে ওঠে ঢাকা। আর শিরোপা নির্ধারণী ম্যাচে রাজশাহী কিংসকেও দাঁড়াতে দেয়নি এভিন লুইস-সাঙ্গাকারারা।
এবারের আসরে সাঙ্গাকারা-এভিন লুইসদের রেখে দেওয়ার পাশাপাশি মোহাম্মদ আমির, শহীদ আফ্রিদি, শেন ওয়াটসন, সুনীল নারাইন, আসেলা গুনারত্নেকে দলে ভিড়িয়েছে ঢাকা।
এবার বেশ আগে থেকেই অনুশীলন শুরু করে দেয় ঢাকা। স্থানীয়দের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররাও যোগ দেওয়া শুরু করেছেন। মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ, জহুরুল ইসলাম অমি, আবু হায়দার রনি, সাদমান ইসলামরা অনুশীলনে বেশ ব্যস্ত সময় পার করছেন। দক্ষিণ আফ্রিকা সফর শেষে অধিনায়ক সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেবেন দ্রুতই।
ঢাকা ছাড়াও এবারের আসরে শক্তিশালী দল গড়েছে আরো বেশ কয়েকটি দল। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, মাশরাফির মতো তারকারা রয়েছেন রংপুর রাইডার্সে। তামিম ইকবাল, ইমরুল কায়েস, মার্লন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, রশিদ খান, কলিন মানরোর মতো তারকাদের ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ ছাড়া রাজশাহী, চট্টগ্রাম, সিলেটও শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে। বলা বাহুল্য, শিরোপা ধরে রাখাটা সহজ হবে না ঢাকার জন্য।
ঢাকা ডায়নামাইটস দল
স্থানীয় : সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুর আলম সাদ্দাম।
বিদেশি : কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহীদ আফ্রিদি, আমির, শাহিনশাহ আফ্রিদি, কেভিন লুইস, কেভন কুপার, রেনসফোর্ড বেটন, সুনীল নারাইন, কাইরন পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, গ্রায়েম ক্রেমার, জো ডেনলি ও আকিল হোসেন।