বাংলাদেশের হারে ভারতের ক্ষতি!

কথাটা শুনে অবাক হতে পারেন যে কেউ। হেরেছে বাংলাদেশ, ভারতের ক্ষতি হলো কী করে! হ্যাঁ, তাই হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০তে হেরেছে বাংলাদেশ। মাশরাফি-সাকিবদের বিপক্ষে এই সিরিজ জিতে র্যাংকিংয়ে এক নম্বরে উঠে গেছে প্রোটিয়ারা। টানা সাতটি ওয়ানডে ম্যাচ জিতেও শীর্ষস্থান ধরে রাখতে পারেনি ভারত। লাল-সবুজের দলের চরম ব্যর্থতায় প্রকারান্তরে ক্ষতি হয়েছে কোহলিদের।
ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট এখন ১২০। সমান রেটিং পয়েন্ট ভারতেরও। কিন্তু পয়েন্টের দিক থেকে দক্ষিণ আফ্রিকা এগিয়ে আছে। প্রোটিয়াদের ৬৩৮৬ এবং ভারতের সংগ্রহ ৬৩৭৯ পয়েন্ট।
কিছুদিন আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে ওয়ানডে র্যাংকিংয়ে এক নম্বরে উঠেছিল ভারত। এর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০তে সিরিজ জিতেছে কোহলিরা। তারপরও তারা এক নম্বর স্থানটা ধরে রাখতে পারেনি। বাংলাদেশের চরম ব্যর্থতাই সুযোগ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দিতে।
অবশ্য এই ব্যর্থতায়ও র্যাংকিংয়ে সাত নম্বর স্থানেই আছে বাংলাদেশ। মাশরাফিদের রেটিং পয়েন্ট ৯২। তাদের পরেই আছে শ্রীলঙ্কা। বাংলাদেশ তাদের চেয়ে ৯ রেটিং পয়েন্টে এগিয়ে আছে।
এর পর নব্ম স্থানে ওয়েস্ট ইন্ডিজ, দশম আফগানিস্তান, জিম্বাবুয়ে এগারোতম এবং আয়ারল্যান্ড বারোতম স্থানে আছে।