যুক্তরাষ্ট্রে আশরাফুলের ব্যাটিং-তাণ্ডব
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/02/photo-1438511739.jpg)
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে ম্যাচ পাতানোর দায়ে আইসিসি স্বীকৃত কোনো প্রতিযোগিতায় তাঁর খেলার উপায় নেই। তবে ডাইভারসিটি কাপে খেলতে অসুবিধা নেই মোহাম্মদ আশরাফুলের। যুক্তরাষ্ট্রের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছেন তিনি এবং নেমেই ঝড় তুলেছেন ব্যাট হাতে।
ঈদের কয়েক দিন আগে অনিকা তাসলিমা অর্চিকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন তিনি। তবে মার্কিন মুলুকে পুরোনো চেহারার সেই ব্যাটসম্যানকেই খুঁজে পাওয়া যাচ্ছে। টেস্ট ক্রিকেটে অভিষেকেই সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়া আশরাফুলের দারুণ শতকের ওপর ভর করে বাংলাদেশ টাইগার্স একাদশ ৬০ রানে হারিয়েছে কানাডা ম্যাপললিফ একাদশকে। ৬৮ বলে ১০২ রানের অধিনায়কোচিত ইনিংস এসেছে আশরাফুলের ব্যাট থেকে।
এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কান লায়ন্স একাদশকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচেও ৬৯ রান করে দলের জয়ে বড় অবদান ছিল আশরাফুলের।
আশরাফুলের সঙ্গে এ টুর্নামেন্টে খেলছেন জাতীয় ক্রিকেট দলকে প্রতিনিধিত্ব করা তাপস বৈশ্য, ইলিয়াস সানি আর নাদিফ চৌধুরীও।
বিপিএলে ম্যাচ পাতানোয় জড়িয়ে আট বছরের নিষেধাজ্ঞার শাস্তি পান আশরাফুল। এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। তাতে নিষেধাজ্ঞার মেয়াদ কমে দাঁড়ায় পাঁচ বছরে। এর মধ্যে দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা হওয়ায় শাস্তিটা আসলে তিন বছরের। আইসিসি ও বিসিবির শিক্ষা ও পুনর্বাসন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করলে দুই বছরের নিষেধাজ্ঞা তুলে নেবে বিসিবি।
২০১৩ সালের ১৩ আগস্ট শুরু হয়েছে এই শাস্তি, যার মেয়াদ শেষ হবে আগামী বছরের ১৩ আগস্ট। এর পরই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন আশরাফুল।
৬১ টেস্ট খেলে ছয়টি শতক ও আটটি অর্ধশতকসহ ২,৭৩৭ রান করেছেন আশরাফুল। ১৭৭টি ওয়ানডে ম্যাচে তাঁর রান ৩,৪৬৮। যার মধ্যে আছে তিনটি শতক ও ২০টি অর্ধশতক।