পিএসজিতে ইতিহাস গড়তে চান নেইমার!

নেইমার বিতর্ক যেন শেষ হওয়ার নয়। বার্সেলোনা ছাড়ার বেশ কিছুদিন আগে থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছিল নানা গুঞ্জন। এবার ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) গিয়েও শান্তি পাচ্ছেন না ব্রাজিলিয়ান এই তারকা। আবার তাঁকে নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা। এবার শোনা যাচ্ছে, তিনি নাকি পিএসজিও ছাড়ছেন। তবে নেইমার অবশ্য এসব আলোচনাই উড়িয়ে দিয়ে বলেছেন, তিনি ইতিহাস গড়তে চান পিএসজির জার্সি গায়ে।
বেশ কিছুদিন ধরেই প্যারিসের আকাশে উড়ছিল এমন গুজব। নেইমার এবং তার ক্লাব পিএসজি এই গুজবে বেশ বিরক্ত। সম্প্রতি পিএসজির প্রেসিডেন্ট নেসার আল খালাইফি এ গুজব উড়িয়ে দিয়ে বলেছেন, ‘এবারের মৌসুম শেষ হওয়ার আগে নেইমারের পিএসজি ছাড়ার কোনো আশঙ্কা নেই।’
প্রেসিডেন্টের কথায় সমর্থন জানিয়ে ব্রাজিলিয়ান তারকা নেইমার বলেন, ‘আমি প্যারিস সেইন্ট জার্মেইনে এসেছি ইতিহাস গড়তে। পিএসজি ছাড়ার প্রশ্নই আসে না। গুজব সব সময় বাতাসে ভেসে বেড়ায়। আমি যখন বার্সেলোনায় ছিলাম, তখনো এমন গুজবই ছড়িয়েছিল। আমি দল ছাড়তে না চাইলেও দলবদলের মৌসুমে প্রতিবারই আমার নাম থাকবে!’
এসব গুজবে কান না দিয়ে নেইমার এখন নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগী। কাভানির সঙ্গে পেনাল্টি দ্বন্দ্বের অবসান ঘটিয়ে তিনিও এখন কাভানির পাশাপাশি পেনাল্টি নেবেন। এবং তাতে দলেরও অমত নেই বলে জানিয়েছেন এই তারকা।