যে কারণে চট্টগ্রাম টেস্টের দলে নেই রাজ্জাক

চোটের কারণে সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্টের দল থেকে ছিটকে পড়েছেন। পুরো টেস্ট সিরিজেই তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই হঠাৎই দলে ডাক পেলে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। দলে নেওয়া হলেও প্রথম টেস্টের একাদশে রাখা হয়নি তাঁকে। তা নিয়ে কম আলোচনা হয়নি।
এই আলোচনা এখন আরো জোরালো হয়ে উঠেছে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেও শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের দাপট দেখে। যখন বাংলাদেশি বোলাররা পারছেন না সফরকারী লঙ্কান ব্যাটিংয়ে নাড়া দিতে, তখন একজন অভিজ্ঞ স্পিনারের প্রয়োজনীয়তা দেখা দেয়।
অবশ্য রাজ্জাককে খেলানো না হলেও তরুণ সানজামুল ইসলামের অভিষেক হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। এই বাঁহাতি স্পিনার ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে এখন পর্যন্ত কোনো সাফল্য পাননি। তৃতীয় দিন শেষে ৩৭ ওভার বল করে খরচ করেছেন ১২৮ রান।
তাই আলোচনায় আসে তাহলে কি রাজ্জাককে খেলালেই ভালো হতো? এ প্রসঙ্গে জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘রাজ্জাককে নিয়ে আমাদের আগে থেকেই পরিকল্পনা ছিল। তাঁকে হঠাৎ করে নিয়ে আসা হয়নি। পরিকল্পনা করেই আনা হয়েছে। তবে একাদশ নির্বাচনে যখন বসেছি, অধিনায়ক ছিল, তখন আমরা চিন্তা করেছি রাজ্জাককে একটু সময় দেওয়া প্রয়োজন। আরেকটু সময় পেলে তাঁর জন্য ভালো হবে।’
আর রাজ্জাককে না খেলানো প্রসঙ্গে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘এর বিশেষ কোনো কারণ নেই। রাজ্জাক অনেক দিন দলের সঙ্গে ছিল না। তবে তাঁর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। আমাদের হয়তো সানজামুলের প্রতি আস্থাটা বেশি ছিল। জাতীয় দলের সঙ্গে বেশ কিছুদিন ধরেই আছে সে। তাই আমাদের মনে হয়েছিল সানজামুল এই কন্ডিশনে ভালো কিছু করতে পারে।’
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের যে বেহাল দশা সেটা ভালোভাবেই ফুটে উঠেছে। মাহমুদউল্লাহদের করা ৫১৩ রানের জবাবে শ্রীলঙ্কা তৃতীয় দিন শেষে মাত্র তিন উইকেট হারিয়ে করেছে ৫০৪ রান।