বার্সেলোনার ড্র, জমে উঠছে লা লিগার শিরোপা লড়াই

গ্রিজম্যান নৈপুণ্যে লা লিগার শেষ দুই ম্যাচ জিতে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। সেভিয়া ও লেগানেসের বিপক্ষে ম্যাচ দুটো জিতে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে থাকা বার্সেলোনাকে যেন সতর্কবার্তাই দিল দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ।
আতলেতিকো মাদ্রিদের সাম্প্রতিক ফর্ম বার্সেলোনার জন্য অশনিসংকেত। তবে কাতালোনিয়ার ক্লাবটির সামনে সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান আরো কিছুটা বাড়িয়ে নেওয়ার।
গতকাল রাতে সে লক্ষ্যেই লাস পালমাসের বিপক্ষে মাঠে নেমেছিল ভেলভার্দে বাহিনী। তবে পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা এই দলের বিপক্ষে সুযোগ কাজে লাগাতে পারেননি মেসিরা। পয়েন্ট খুইয়ে ১-১ ব্যবধানের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ফর্মে থাকা বার্সেলোনার।
চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত বার্সেলোনা ম্যাচের ২১ মিনিটে আর্জেন্টাইন তারকা মেসির দুর্দান্ত ফ্রিকিকে এগিয়ে যায়। ডি-বক্সের বাইরে তিনিই ফাউলের শিকার হয়েছিলেন। এই গোলের মাধ্যমে লিগে ২১ গোল পূর্ণ করলেন এই আর্জেন্টাইন জায়ান্ট।
৪৩তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও আন্দ্রেস ইনিয়েস্তার জোরালো বাঁকানো শট লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধের শুরুটাই দারুণ করে পালমাস। ম্যাচের ৪৮তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড জোনাথন কায়েরির স্পট কিকে সমতায় ফেরে পালমাস। ম্যাচের শেষ ভাগে একের পর এক আক্রমণ করতে থাকে বার্সেলোনা। তবে তাতে গোলের দেখা মেলেনি। ফলে ১-১ সমতায় পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়ে ভেলভার্দে বাহিনী।
২৬ ম্যাচে ২০ জয় ও ছয় ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৬৬। মাত্র পাঁচ পয়েন্ট পিছিয়ে আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬১। এই ম্যাচে বার্সার ড্রয়ে লা লিগার শিরোপা লড়াই জমে উঠেছে। আগামী রোববার পয়েন্ট টেবিলের শীর্ষ দুদল মুখোমুখি হবে ক্যাম্প ন্যুতে।