অবশেষে শুরু হচ্ছে জাতীয় অ্যাথলেটিকস

গত জানুয়ারিতে হওয়ার কথা ছিল জাতীয় অ্যাথলেটিকস মিট। সেজন্য জেলা ক্রীড়া সংস্থা, অ্যাথলেটিকস ক্লাব ও সার্ভিসেস দলগুলোকে চিঠিও পাঠিয়েছিল বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। কিন্তু ২০ দলীয় জোটের আন্দোলনের কারণে প্রতিযোগিতা স্থগিত করা হয় সে সময়। প্রায় আট মাস পর এই প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে হবে ৩৯তম জাতীয় অ্যাথলেটিকস মিট।
মঙ্গলবার অ্যাথলেটিকস ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ তথ্য।
এত দেরিতে এই প্রতিযোগিতা আয়োজন প্রসঙ্গে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিশের বক্তব্য, ‘রাজনৈতিক সংকটের কারণে গত জানুয়ারিতে আমরা এই প্রতিযোগিতা আয়োজন করতে পারিনি। পরবর্তী সময়ে ব্যস্ত সূচির কারণে এই প্রতিযোগিতা আয়োজন করতে দেরি হয়েছে।’
এবারের জাতীয় অ্যাথলেটিকসে কতটি দল ও কতজন অ্যাথলেট অংশ নিচ্ছেন, তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন ইব্রাহিম চেঙ্গিশ।