দুর্ঘটনায় প্রাণ হারালেন ম্যারাথনে বিশ্বরেকর্ডধারী কিপটাম
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ অ্যাথলেট কেলভিন কিপটাম। কেনিয়ার ২৪ বছর বয়সী এই ম্যারাথন দৌড়বিদ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। তার সঙ্গে ছিলেন কোচ গারভিস হাকিজিমানা। একটি প্রতিবেদনে আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
কিপটামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কেনিয়ার প্রেসিডেন্ট। তাকে দেশটির ফিউচার বলে আখ্যা দিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের শিকাগোতে গত বছর ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়েন কিপটাম। দুই ঘণ্টা ৩৫ সেকেন্ডে ৪২ কিলোমিটার দৌড়ে রেকর্ড গড়েন তিনি।
চলতি বছর প্যারিসে অনুষ্ঠিত হবে গ্রেটেস্ট শো অন আর্থ-খ্যাত অলিম্পিক গেমস। সেখানে অংশগ্রহণ করার কথা ছিল কিপটামের। অলিম্পিকে আলো ছড়ানোর আগেই নিভে গেল তার জীবন প্রদীপ। জানা যায়, গাড়িটি কিপটাম নিজেই চালাচ্ছিলেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তার গাড়ি।
গাড়িতে কিপটাম ও তার কোচের সঙ্গে আরেকজন ছিলেন। সেই নারীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হলেও তারা দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান।