ধোনি-কোহলিকে ছাড়াই ভারতের ‘এ’ দল ঘোষণা

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছিল, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, সুরেশ রায়নাদের নিয়ে ‘এ’ দল গড়া হতে পারে। পিটিআইয়ের অনুমান আংশিক সত্যি। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ধোনি-কোহলি নেই, তবে রায়না আছেন। অবশ্য শুধু ওয়ানডে দলে।
তিনটি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলতে আগামী রোববার ভারতের পথে রওনা দেবে বাংলাদেশ ‘এ’ দল। মুমিনুল হককে অধিনায়ক ও নাসির হোসেনকে সহ-অধিনায়ক করে বাংলাদেশের দলটি বেশ শক্তিশালী করা হয়েছে। ভারতীয় ‘এ’ দলও কম শক্তিশালী নয়। তিন দিনের ম্যাচের নেতৃত্বে ‘টিম ইন্ডিয়া’র নিয়মিত সদস্য শিখর ধাওয়ান। ওয়ানডে দলের অধিনায়ক উন্মুক্ত চাঁদ। ২০১২ সালে উন্মুক্ত চাঁদের নেতৃত্বেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত।
আগামী মাসে ভারত সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। তারই প্রস্তুতির অংশ হিসেবে ধোনি-কোহলিদের ‘এ’ দলের হয়ে খেলার গুঞ্জন শোনা যাচ্ছিল। ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ককে না রাখলেও ধাওয়ান-রায়নার মতো তারকাদের ‘এ’ দলের বাইরে রাখতে পারেননি নির্বাচকরা। কারণটা অবশ্যই প্রোটিয়াদের বিপক্ষে প্রস্তুতি।
ডান হাতের হাড়ে চিড় ধরায় গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট শেষে দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন ধাওয়ান। তিন দিনের দলে ধাওয়ান ছাড়াও আছেন শ্রীলঙ্কা সফরে টেস্ট অভিষিক্ত উইকেটরক্ষক-ব্যাটসম্যান নামান ওঝা। তিন টেস্টের সিরিজটিতে উপেক্ষিত বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা ও পেসার বরুণ অ্যারনকেও রাখা হয়েছে তিন দিনের ম্যাচের দলে। অন্যদিকে ওয়ানডে দলে রায়না ছাড়াও আছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ মনীশ পান্ডে, কেদার যাদব, সঞ্জু স্যামসন, কর্ণ শর্মা ও ধাওয়াল কুলকার্নি।
১৬, ১৮ ও ২০ সেপ্টেম্বর ভারতের ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। তিনটি ম্যাচই হবে বেঙ্গালুরুতে। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম তিন দিনের ম্যাচে মুমিনুল-নাসিরদের প্রতিপক্ষ ভারতের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটক। এরপর বেঙ্গালুরুতে ভারতের ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচটা শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে।
তিন দিনের ম্যাচে ভারতীয় ‘এ’ দল : শিখর ধাওয়ান (অধিনায়ক), অভিনব মুকুন্দ, করুন নায়ার, শ্রেয়শ আইয়ার, বাবা অপরাজিত, নামান ওঝা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, শ্রেয়শ গোপাল, অভিমন্যু মিঠুন, বরুণ অ্যারন, ঈশ্বর পান্ডে ও শেলডন জ্যাকসন।
ওয়ানডে সিরিজে ভারতীয় ‘এ’ দল : উন্মুক্ত চাঁদ (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, মনীশ পান্ডে, সুরেশ রায়না, কেদার যাদব, সঞ্জু স্যামসন, করুন নায়ার, কুলদীপ যাদব, জয়ন্ত যাদব, কর্ণ শর্মা, ঋষি ধাওয়ান, এস অরবিন্দ, ধাওয়াল কুলকার্নি, রুশ কালারিয়া ও গুরকিরাত সিং মান।