বিশ্বকাপ জিতলে ৩৪ কোটি টাকা!

আসন্ন বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল রেকর্ড চার মিলিয়ন ৪০ লাখ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৩৪ কোটি টাকা অর্থ পুরস্কার পাবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই ঘোষণা দিয়েছে।
চলতি মাসের শেষ দিকে শুরু হবে বিশ্বকাপ, চলবে ৪৬ দিন। এই টুর্নামেন্টে মোট ১০ মিলিয়ন ডলার প্রাইজমানি দেওয়া হবে। আসরে রানার্সআপ দল পাবে ১৭ কোটি টাকা।
গ্রুপ পর্বে বিজয়ী প্রতিটি দল পাবে ৪০ হাজার ডলার করে। বাংলাদেশি টাকায় তা প্রায় ৩৩ লাখ টাকা। বাংলাদেশ যদি নয়টি ম্যাচই জেতে, তাহলে বোনাস পাবে তিন কোটি টাকা। যদি একটি ম্যাচও না জিতে ফিরে, তবে শুধু অংশ নেওয়ায় মাশরাফিরা পাবেন এক লাখ ডলার বা ৮৪ লাখ টাকা।
এ ছাড়া সেমিফাইনালে পরাজিত দল পাবে আট লাখ ও রানার্সআপ দল পাবে ২০ লাখ ডলার।
ওভালে আগামী ৩০মে দক্ষিণ আফ্রিকা ও ফেবারিট স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের দ্বাদশ আসর।
বিশ্বকাপে এই প্রথম নকআউট পর্বের আগে অংশ গ্রহণকারী ১০টি দল গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হবে। ১৪ জুলাই ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
এর আগে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারে খেলেছিল বাংলাদেশ। সেবার তারা পেয়েছিল তিন কোটি ৬৪ লাখ টাকার প্রাইজমানি। এবার কেমন করে সেটাই এখন দেখার। আসরে বাংলাদেশ ২ জুন প্রথম মাঠে নামবে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।