জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রস্তুত তাসকিন

গত জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার সময় ইনজুরির কবলে পড়েছিলেন তাসকিন আহমেদ। খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের সদস্য হিসেবে ভারত সফরে গেলেও খেলতে পারেননি পুরো সিরিজ। মাঝপথেই ফিরে আসতে হয়েছিল দেশে। তবে ইনজুরির বাধা কাটিয়ে আবার মাঠে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের এই তরুণ ডানহাতি পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেই আবার মাঠে দেখা যেতে পারে তাসকিনকে।
আগামী ৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। তার আগে ১৮ জনের প্রাথমিক দলে আছে তাসকিনের নাম। এরই মধ্যে জোরেশোরে অনুশীলনও শুরু করেছেন উদীয়মান এই তারকা পেসার। এখন আর খুব বেশি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে না বলেই জানিয়েছেন তাসকিন। গত বৃহস্পতিবার তিনি বলেছেন, ‘বুধবার আমি পুরো উদ্যমে বোলিং করতে পেরেছি। আজকেও তাই করেছি। কাজেই আশা করছি, সামনে আর কোনো সমস্যা হবে না। আমার স্বাভাবিক গতিতেই বোলিং করেছি। ফিজিওর কাছে কোনো সমস্যার কথা বলতে হয়নি। এভাবে আরো কয়েক দিন বোলিং করতে পারলে আমি আরো আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারব।’
ইনজুরি কাটিয়ে দ্রুত দলে ফেরার জন্য তাড়াহুড়া করেছিলেন বলেই আবার সমস্যার মুখে পড়তে হয়েছিল বলে জানিয়েছেন তাসকিন, ‘ভারত সফরের সময় আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। যার ফলে নিজেকে চাপের মুখে ফেলেছিলাম। কিন্তু গত পাঁচ সপ্তাহে আমি অনেক পরিশ্রম করেছি। বোলিংয়েও ছন্দ খুঁজে পেয়েছি।’
নভেম্বরে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এসব ম্যাচে হয়তো না-ও দেখা যেতে পারে তাসকিনকে। তাঁর শরীরের ওপর যেন আবার খুব বেশি চাপ না পড়ে, সে জন্য হয়তো যেকোনো একটি ফরম্যাটের জন্য বেছে নেওয়া হতে পারে ২০ বছর বয়সী এই পেসারকে।