আশা জাগিয়েও সিদ্দিকুর ব্যর্থ
সিঙ্গাপুরে ওয়ার্ল্ড ক্লাসিক গলফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা ছিল সিদ্দিকুর রহমানের। তৃতীয় রাউন্ড পর্যন্ত যৌথভাবে শীর্ষে ছিলেন বাংলাদেশের সেরা গলফার। কিন্তু রোববার চতুর্থ ও শেষ রাউন্ডে তিনি চরম ব্যর্থ হয়েছেন। ৩০তম হয়ে আরেকটি ব্যর্থতা নিয়ে প্রতিযোগিতা শেষ করেছেন বাংলাদেশের প্রথম পেশাদার গলফার।
সিঙ্গাপুরের ন্যাশনাল গলফ ও কান্ট্রি ক্লাব মাঠে শেষ রাউন্ডে পারের চেয়ে ১৩ শট বেশি খেলেছেন সিদ্দিকুর। চার রাউন্ড মিলে পারের চেয়ে ৯ শট বেশি খেলেছেন বাংলাদেশকে ব্রুনেই ও ইন্ডিয়ান ওপেনের শিরোপা উপহার দেওয়া এই গলফার।
কয়েকদিন আগে নয়াদিল্লিতে প্যানাসনিক ওপেন গলফে সিদ্দিকুর দ্বিতীয় হয়েছিলেন। সেই প্রতিযোগিতাতেও তাঁর শিরোপা জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু ভারতের রাজধানীতেও সিঙ্গাপুরের মতো শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়ে ব্যর্থ হয়েছিলেন তিনি।
সিঙ্গাপুরে সব মিলিয়ে পারের চেয়ে দুই শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন থাইল্যান্ডের ড্যানথাই বুনমা।