হোটেল ব্যবসায়ী রোনালদো!
খেলোয়াড়দের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক নতুন কিছু নয়। অবসরের পর তো বটেই, খেলোয়াড়ি-জীবনেও অনেকেই জড়িয়ে পড়েন ব্যবসার সঙ্গে। ক্রিস্টিয়ানো রোনালদোও এ ক্ষেত্রে ব্যতিক্রম নন। রিয়াল মাদ্রিদ তারকা হোটেল ব্যবসায় নামার ঘোষণা দিয়েছেন। সে জন্য চার কোটি ডলারেরও বেশি বিনিয়োগের পরিকল্পনা করছেন তিনি।
‘সিআরসেভেন’ এখন একটা বিখ্যাত ব্র্যান্ড। ‘সিআর’ ক্রিস্টিয়ানো রোনালদোর আদ্যাক্ষর আর ‘সেভেন’ তাঁর জার্সি নম্বর। এই ব্র্যান্ডকে পুঁজি করেই হোটেল ব্যবসায় নামতে যাচ্ছেন তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, ‘অনেক ফুটবলারই কী করতে চান, তা না জেনেই তাঁদের ক্যারিয়ারের সমাপ্তি টানেন। তবে আমার কাছে এটা পরিষ্কার। আমি আমার ব্র্যান্ডকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই। ৩০ বছর বয়স হলেও আমার হাতে এখনো অনেক বিকল্প আছে। আমার দিকে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। সে জন্য আমি সত্যিই আনন্দিত। আমি শুধু চাই, যেখানেই কাজ করি না কেন, সব সময় আমার নাম যেন সেরাদের তালিকায় থাকে।’
রোনালদোর ইচ্ছাপূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পর্তুগালের বিখ্যাত হোটেল গ্রুপ পেস্তানা। ‘সিআরসেভেন’ নামে হোটেলগুলো নির্মিত হতে যাচ্ছে রোনালদোর জন্মস্থান ফুনশাল, লিসবন, মাদ্রিদ আর নিউইয়র্কে। পর্তুগালের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপপুঞ্জ মাদাইরার রাজধানী ফুনশাল। রোনালদোর মতো পেস্তানা হোটেল গ্রুপও মাদাইরা থেকে উঠে এসেছে।
খ্যাতির শীর্ষে পৌঁছালেও রোনালদো তাঁর শেকড়কে ভুলে যাননি। তাই হোটেল ব্যবসায় নেমেই তাঁর ঘোষণা, ‘মাদাইরা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎপত্তিস্থল। তাই প্রথম প্রকল্পটা হবে মাদাইরাতেই। সেখানেই আমাদের পরিবারের শেকড় প্রোথিত।’
প্রথম হোটেল উদ্বোধন হতে পারে আগামী বছরের গ্রীষ্মে। ২০১৬ সালেই পর্তুগালের রাজধানী লিসবনে রোনালদোর দ্বিতীয় হোটেল শুরু হতে পারে। পরের বছর মাদ্রিদে তৃতীয় হোটেল উদ্বোধন করতে পারেন তিনি। পরের হোটেলটি হতে পারে নিউইয়র্কে।
কিন্তু ফুটবল-জীবনের এমন সাফল্যের সময়ে হঠাৎ হোটেল ব্যবসায় নামার ইচ্ছা কেন? এ ব্যাপারে রোনালদোর ব্যাখ্যা, ‘ফুটবলই আমার পৃথিবী। তবে জীবনে পরিবর্তনও আসছে। তা ছাড়া আমি সব সময়ই হোটেলের মালিক হতে চেয়েছি।’
সেই ইচ্ছাপূরণ হতে আর বেশি দেরি নেই। শিগগিরই আসছে ‘সিআরসেভেন’-এর নতুন হোটেল।