কোটি টাকার বিনিময়ে পাকিস্তান লিগে সাকিব

ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা পিসিএলেও নাম লিখিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাকিব খেলবেন করাচি কিংসের জার্সি গায়ে।
প্লাটিনাম ক্যাটাগরির ক্রিকেটারদের দল নির্বাচনের দ্বিতীয় রাউন্ডে সাকিবকে দলে ভিড়িয়েছে করাচি। এই বিভাগের ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪০ হাজার ডলার। প্লাটিনাম বিভাগের ক্রিকেটারদের দল নির্বাচনের প্রথম রাউন্ডে করাচি দলে ভিড়িয়েছিল শোয়েব মালিককে।
প্লাটিনাম বিভাগের দ্বিতীয় রাউন্ডে পিএসএলের অন্য চারটি দল বেছে নিয়েছে ওয়াহাব রিয়াজ (পেশোয়ার জালমি), আন্দ্রে রাসেল (ইসলামাবাদ ইউনাইটেড), ডোয়াইন ব্রাভো (লাহোর ক্যাল্যান্ডারর্স), সরফরাজ আহমেদকে (কুয়েতা গ্ল্যাডিয়েটরস)।
আগামী ২৪ ফেব্রুয়ারি এশিয়া কাপ শুরুর আগ দিয়েই শেষ হয়ে যাবে পাকিস্তান সুপার লিগ। ফলে এখানে খেলার মাধ্যমে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে ভালোমতো প্রস্তুত করার সুযোগটাও পেয়ে যাবেন সাকিব।