সাকিবের ব্যর্থতাভরা দিন
আগের দিনটা ছিল সাফল্যে মোড়ানো। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে দলকে সহজ জয় এনে দিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু পরদিন সেই সাকিবই ব্যর্থ। রান খুব বেশি করতে পারেননি। পরে এক উইকেট পেলেও রান দিয়েছেন অনেক। পাকিস্তানের টি-টোয়েন্টি প্রতিযোগিতা পিএসএলে তাঁর দলও করাচি কিংসও পর্যুদস্ত। সাকিবের ব্যর্থতাভরা দিনে করাচিকে ৮ উইকেটে হারিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা কোয়েটাকে সহজ জয় এনে দিয়েছেন প্রথম তিন ব্যাটম্যান। দুই ওপেনার ছিলেন বিধ্বংসী। বিশেষ করে আহমেদ শেহজাদ। মাত্র ৪৬ বলে ৭১ রান করেছেন তিনি। অন্য ওপেনার লুক রাইটের ব্যাট থেকে এসেছে ৩৯ বলে ৪৭ রান। এর সঙ্গে কেভিন পিটারসেনের ১৭ বলে অপরাজিত ২৯ রানের আরেকটি আক্রমণাত্মক ইনিংস ১৬ বল হাতে রেখেই জয় এনে দিয়েছে কোয়েটাকে। শেহজাদের উইকেট নিলেও চার ওভারে ৪৩ রান খরচ করতে হয়েছে সাকিবকে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৭ রান করেছে করাচি। ১৩ বলে ১৭ রান করেছেন সাকিব। করাচির পক্ষে সর্বোচ্চ ৪০ রান রবি বোপারার।
অথচ শুক্রবার সাকিবের দুর্দান্ত নৈপুণ্যে লাহোর ক্যালান্ডার্সকে ৭ উইকেটে হারিয়েছিল করাচি। চার ওভারে ২৬ রানের বিনিময়ে এক উইকেট নেওয়ার পর ৩৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব। পরদিন বিশ্বসেরা অলরাউন্ডার ব্যর্থ, তাঁর দলও পরাজয়ের বেদনায় নীল।