পিএসএলের দ্বিতীয় ম্যাচেও তামিমের ফিফটি
পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা পিএসএলে শুরুটা দারুণভাবে করেছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দুজনেই খেলেছিলেন অর্ধশতকের ইনিংস। নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য দুজন হেঁটেছেন ভিন্ন পথে। ভালো নৈপুণ্য দেখাতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তাঁর দল করাচি কিংসও হেরে গেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কাছে। তবে দারুণ নৈপুণ্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন তামিম। প্রথম ম্যাচে ৫১ রানের ইনিংসের পর দ্বিতীয় ম্যাচেও খেলেছেন ৫৫ রানের অপরাজিত ইনিংস। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে বাঁহাতি এই ওপেনারের হাতে।
লাহোর ক্যালান্ডার্সের বিপক্ষে জয়ের জন্য তামিমদের লক্ষ্য ছিল ১১৮ রান। সহজ এই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়েছিলেন পেশোয়ার জালমির দুই ওপেনার তামিম ও মোহাম্মদ হাফিজ। উদ্বোধনী জুটিতেই ৯৫ রান জমা করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন তাঁরা। ১২তম ওভারে ৪৩ রান করে হাফিজ আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত ব্যাটিং করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তামিম। ৪৭ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংসটি খেলার পথে মেরেছেন সাতটি চার। তাঁর দল পেশোয়ার জালমি পেয়েছে ৯ উইকেটের বড় জয়।
পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পেছনেও বড় অবদান রেখেছিলেন তামিম। শুরুতে ব্যাট করে খেলেছিলেন দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস। তাঁর দল পেশোয়ার জালমি পেয়েছিল ২৪ রানের জয়। এই ম্যাচে অবশ্য ম্যাচসেরার পুরস্কার জিততে পারেননি এই বাঁহাতি ওপেনার। ৪ ওভার বল করে ২০ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আসগর।