অল্প পুঁজি নিয়েই জয়ের বিশ্বাস ছিল লিটনের
সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের পুঁজি ছিল স্রেফ ১৪৭ রানের। আগ্রাসী ক্রিকেটের দিনে এই পুঁজিকে স্রেফ মামুলিই বলা চলে। এমনকি টসের আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও জানিয়েছিলেন, তার প্রত্যাশা বড় সংগ্রহের। কিন্তু, ১৪৭ রানে যখন ইনিংস গুটিয়ে যায় তখনও বিশ্বাও হারাননি লিটন। তার বিশ্বাস ছিল এই অল্প পুঁজি নিয়েও জিততে পারে বাংলাদেশ।
বাংলাদেশের বোলাররা ঠিক সেটাই করে দেখিয়েছে। এই অল্প রান নিয়েই দারুণ লড়াই করেন শেখ মেহেদি-হাসান মাহমুদরা। তাদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ পায় ৭ রানের জয়। এই জয়ে সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
জয়ের পর অধিনায়ক লিটন বলেন, 'আমরা আগেও এখানে খেলেছি। তবে এবার যখন উইকেট দেখলাম, মনে হলো উইকেটের আচরণ আগের মতো হবে না। ভালো ব্যাটিং উইকেট মনে করেছিলাম। কিন্তু আমরা যখন ব্যাটিংয়ে গেলাম, তখন বুঝতে পারলাম যে এটা আসলে খুব ভালো (ব্যাটিং) উইকেট নয়। ১৬০-১৫০ রান এখানে ভালো স্কোর।'
এরপর অল্প পুঁজি নিয়ে লড়াই করার আত্মবিশ্বাস নিয়ে ভারপ্রাপ্ত এই অধিনায়ক বলেছেন, 'অবশ্যই ছিল (জয়ের বিশ্বাস) আমাদের বোলারদের সামর্থ্য আমরা জানতাম। যে বোলাররা আমাদের আছে, জানতাম যে তাদের ওপর ভরসা রাখতে পারি।'
প্রথম ম্যাচ জিতে এবার সিরিজ জয়ে চোখ বাংলাদেশের। অধিনায়ক জানালেন, 'অনেক লম্বা সফর এটি। আমরা একটি টেস্ট জিতেছি। এখন প্রথম টি-টোয়েন্টি জিতলাম। এটা সবার জন্য প্রেরণাদায়ী। আর একটি ম্যাচ ভালো খেলতে পারলে সিরিজ আমাদের হবে।'