সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে পেল বাংলাদেশ
কদিন আগেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সবকটি ম্যাচেই বেশ দাপুটে জয় পেয়েছিল স্বাগতিক যুব দল। যুব বিশ্বকাপের সেমিফাইনালে সেই দলটিকেই প্রতিপক্ষ হিসেবে পেল মিরাজরা।
আগামী ১১ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
সোমবার ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেটে পাকিস্তানকে হারিয়ে সেমিতে ওঠে। আর বাংলাদেশ শুক্রবার নেপালের বিপক্ষে ছয় উইকেটে জিতে শেষ চারে খেলা নিশ্চিত করেছিল।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে আসরটি শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১১৪ রানে হারায় এবং গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়াকে ব্যাটে-বলে বিধ্বস্ত করে আট উইকেটে জিতে মিরাজরা।
আর ওয়েস্ট ইন্ডিজ ‘সি’ গ্রুপ রানার্সআপ হয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছিল। যদিও গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা ইংল্যান্ডের কাছে ৬১ রানে হেরেছিল। ক্যারিবীয় যুব দলটি দ্বিতীয় ম্যাচে ফিজিকে ২৬২ এবং জিম্বাবুয়েকে মাত্র দুই রানে হারিয়ে নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছিল।
এই ওয়েস্ট ইন্ডিজ অবশ্য যুব বিশ্বকাপের আগে স্বাগতিক বাংলাদেশের কাছে ৩-০তে হোয়াইটওয়াশ হয়েছিল। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আট উইকেটে জিতেছিল। বাকি দুই ম্যাচে যথাক্রমে ১৭১ ও ১৬ রানে তাদের হারিয়েছিল স্বাগতিকরা। এবার যুব বিশ্বকাপের সেমিতে সেই দলটিকেই পেয়ে বলা যায় কিছুটা সুবিধাই হয়েছে বাংলাদেশের জন্য।