তৃতীয় হতে মিরাজদের চাই ২১৫ রান
অনেক সম্ভাবনা জাগিয়েও ফাইনালে ওঠার আশা পূরণ হয়নি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে তাই নামতে হয়েছে তৃতীয় হওয়ার লড়াইয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিরাজের দলের সামনে ২১৫ রানের জয়ের লক্ষ্য।
শনিবার ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২১৪ রানে অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কা। মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ দলের সেরা বোলার। অফব্রেকে ১০ ওভার বল করে মাত্র ২৮ রানের বিনিময়ে তিন উইকেট নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। দুটি করে উইকেট মোহাম্মদ সাইফুদ্দিন ও আবদুল হালিমের। এর মধ্যে টানা দুই বলে প্রতিপক্ষের দুই ব্যাটসম্যানকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন সাইফুদ্দিন। একটি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান রানা ও সালেহ আহমেদ শাওন।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেছেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। দুই ওপেনার কামিন্দু মেন্ডিস (২৬) ও সালিন্দু উশান (৩৪) ভালোই সূচনা এনে দিয়েছিলেন দলকে। তবে ৬০ রানের উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পর বড় সংগ্রহ গড়তে পারেনি শ্রীলঙ্কার তরুণরা।