রোনালদোর বদলে নেইমারকে চান রিয়াল মাদ্রিদ সমর্থকেরা
২০০৯ সালে ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তারপর থেকে দারুণ নৈপুণ্য দেখিয়ে জিতেছেন একটি লা লিগা, দুইটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ২০১৪ সালে রিয়াল মাদ্রিদ প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাও জিতেছিল রোনালদোর উপস্থিতিতে। কিন্তু সাম্প্রতিক সময়ে রোনালদোর জনপ্রিয়তা অনেকখানিই কমে গেছে। এমনকি রিয়াল মাদ্রিদের সমর্থকদেরও আর পাশে পাচ্ছেন না পর্তুগিজ এই তারকা। বেশিরভাগ রিয়াল সমর্থক নাকি এখন রোনালদোর বদলে নেইমারকে দেখতে চান সান্তিয়াগো বার্নাব্যুতে।
স্পেনের খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক জেসাস গ্যালেগো সম্প্রতি এই জরিপ চালিয়েছিলেন রিয়াল সমর্থকদের নিয়ে। সেই জরিপের ফলাফল থেকে দেখা গেছে যে, ৮০ শতাংশ রিয়াল সমর্থকই আর আস্থা রাখতে পারছেন না রোনালদোর ওপর। তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের বদলে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে ভেড়াতে পারলে রিয়াল আরো বেশি সাফল্য পাবে বলে মনে করছেন তাঁরা।
এবারের মৌসুমের শুরুতে রোনালদো বনে গেছেন রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ভেঙে দিয়েছেন রিয়াল কিংবদন্তি রাউলের রেকর্ড। এবারের মৌসুমেও লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শুরুর দিকেই আছে রোনালদোর নাম। কিন্তু এ সময়ের অন্যতম সেরা ফুটবলার দাপট দেখাচ্ছেন ছোট দলগুলোর বিপক্ষে। ভ্যালেন্সিয়া, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, সেভিয়ার মতো বড় দলগুলোর বিপক্ষে থাকছেন নিস্প্রভ হয়ে। এই পরিস্থিতিতে রোনালদোর বদলে নেইমারকেই বেশি করে চাইছেন রিয়াল সমর্থকরা।
নেইমার যে একের পর এক গোল করেই চলেছেন, তা নয়। এবারের মৌসুমে রোনালদো যেখানে করেছেন ৩২টি গোল, সেখানেই নেইমার করেছেন ২২টি। কিন্তু ২৪ বছর বয়সী নেইমার দীর্ঘমেয়াদে রিয়ালের পক্ষে অনেক ভালো কিছু করতে পারবেন বলেই মনে করছেন রিয়াল সমর্থকরা।
২০১৫ সালে ফিফা বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকাতেও এসেছিল নেইমারের নাম। মেসি, রোনালদোর পর তিনি ছিলেন তৃতীয় স্থানে।