জবাবটা মাঠেই দিলেন রোনালদো
২০১৫ সালের ২৯ নভেম্বরের পর থেকে প্রতিপক্ষের মাঠে গিয়ে একটিও গোল করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছে এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে রোমার মাঠে খেলতে যাওয়ার আগে সাংবাদিকরা এ তথ্য মনে করিয়ে দেওয়ায় ভীষণ চটে গিয়েছিলেন পর্তুগিজ তারকা। তবে সব সমালোচনার জবাব মাঠেই দিয়েছেন রোনালদো। দারুণ এক গোল করে বুঝিয়ে দিয়েছেন, তাঁর দিন এখনো ফুরিয়ে যায়নি। রোনালদোর গোলের সুবাদে রিয়াল মাদ্রিদও শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে পেয়েছে ২-০ গোলের সহজ জয়। প্রতিপক্ষের মাঠে গিয়ে ২-০ গোলের জয় পাওয়ায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালও প্রায় নিশ্চিতই করে ফেলেছে রিয়াল।
প্রথমার্ধে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি রিয়ালের তারকা ফুটবলাররা। রক্ষণাত্মক ফুটবল খেলে গোলপোস্ট আগলে রেখেছিল রোমা। প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য সমতা নিয়ে। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত রোনালদোকে আর রুখে দিতে পারেননি রোমার ডিফেন্ডাররা। ৫৭ মিনিটের মাথায় মার্সেলোর পাস থেকে বল পেয়ে রোমার গোলপোস্টের দিকে ছুটে গিয়েছিলেন রোনালদো। পেনাল্টি বক্সের বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক বাঁকানো শটে বল জড়িয়ে দিয়েছেন রোমার জালে। গোল করার পর রোনালদোর উদযাপনটাও ছিল দেখার মতো। দৌড়ে ডাগআউটের কাছে গিয়ে জড়িয়ে ধরেছিলেন কোচ জিনেদিন জিদানকে। ৮৬ মিনিটে রিয়ালের দ্বিতীয় গোলটি করেছেন জেসে।
রোনালদোর দারুণ নৈপুণ্যের সুবাদে কোচ হিসেবে জিদানের চ্যাম্পিয়নস লিগ অভিষেকটাও হয়েছে দারুণভাবে। ২০০২ সালে খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদকে শিরোপা জিতিয়েছিলেন এই ফরাসি কিংবদন্তি। এবার কোচ হিসেবেও সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে পারবেন, এমনটাই প্রত্যাশা রিয়াল সমর্থকদের।