‘অন্যরা তাঁকে নিয়ে ভাবে, মুস্তাফিজ তা বোঝে না’
বাংলাদেশের বিপক্ষে যেকোনো দলের ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন মুস্তাফিজুর রহমান। বিষয়টা এখন যেন একটা রীতিতে পরিণত হয়ে গেছে। মুস্তাফিজকে কীভাবে সামলাবে তা নিয়ে প্রতিপক্ষ দলগুলোরও পরিকল্পনা কম থাকে না। অথচ এই বাঁ-হাতি পেসার নিজেই নাকি বোঝেন না প্রতিপক্ষ দলগুলো তাঁকে নিয়ে ভাবে।
খোদ বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই খবর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এই না বোঝাটা মুস্তাফিজের জন্য ভালো বলেও মনে করেন তিনি।
মঙ্গলবার রাজধানীর এক হোটেলে এশিয়া কাপপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘মুস্তাফিজের মতো একজন বোলার থাকলে দলের আত্মবিশ্বাস অনেকগুণ বেড়ে যায়। সে আসলেও খুবই উঁচুমানের একজন বোলার। স্বাভাবিক কারণে প্রতিপক্ষ দলগুলো তাকে আলাদা করে ভাবে।’
প্রতিপক্ষ যে তাঁকে নিয়ে ভাবে মুস্তাফিজ নাকি বোঝেন না। তাঁকে কাছ থেকে দেখার অভিজ্ঞতায় বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক অন্যরা যে তাঁকে নিয়ে ভাবে, মুস্তাফিজ তা জানেও না বা বোঝে না। আর বোঝার চেষ্টাও করে না। সে এমন একজন মানুষ, অন্যরা তাকে নিয়ে কী বলল বা কী ভাবল সেদিকে তাকাবেও না।’
এই না বোঝাটা মুস্তাফিজকে নির্ভার করে দেয় বলে মনে করেন মাশরাফি, ‘অন্যরা যে তাকে নিয়ে ভাবছে এসব না বোঝার কারণে মুস্তাফিজ সব সময় নির্ভার থাকে। তাই সে চাপমুক্ত ক্রিকেট খেলতে পারে।’