রমন লাম্বাকে স্মরণ করলেন মুশফিক
ক্রিকেটার রমন লাম্বাকে স্মরণ করেছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ১৯৯৮ সালের আজকের দিনে ঢাকায় মারা যান ভারতীয় ক্রিকেটার রমন লাম্বা।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলতেন রমন লাম্বা। আর সে কথাই স্মরণ করে নিজ ফেসবুক পেজে লাম্বাকে ধন্যবাদ দিলেন মুশফিকুর। তাঁর মৃত্যুবার্ষিকীতে লিখেছেন, ‘বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ রমন লাম্বা।’
বাংলাদেশে খেলা নিয়ে রমন লাম্বা সম্পর্কে লাম্বার স্ত্রী কিম বলেছিলেন, ‘বাংলাদেশে এসে খেলাটা ছিল রমনের খুবই পছন্দের। কারণ হিসেবে সে বলত, বাংলাদেশের ক্রিকেটে সজীব নিঃশ্বাসটা নেওয়া যায়। কোনো রকমের বাধা ও ক্রিকেট রাজনীতির বাইরে থেকে এ দেশে এসে বেশ আরামে খেলত।’ কিম আরো বলেন, ‘রমন বিশ্বাস করত বাংলাদেশের ক্রিকেটার এবং বোর্ড কর্মকর্তারা তার (রমন) দৃষ্টিভঙ্গিটা বোঝে আর মনপ্রাণ দিয়ে তাকে সমর্থন করে।’
১৯৯৮ সালের ২০ ফেব্রুয়ারি বর্তমান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ফিল্ডিং করছিলেন রমন লাম্বা। মোহামেডানের হয়ে ব্যাট করছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। হেলমেট ছাড়াই শর্টে ব্যাটসম্যানের খুব কাছাকাছি ফিল্ডিং করতে দাঁড়িয়েছিলেন লাম্বা। উইকেটের পেছনে দাঁড়ানো আবাহনীর ভারপ্রাপ্ত অধিনায়ক খালেদ মাসুদ পাইলট হেলম্যাট পরার জন্য লাম্বাকে বারবার অনুরোধ করছিলেন। কিন্তু তিনি তা করেননি। মেহরাব সজোরে ব্যাট চালালে বল এসে আঘাত করে লাম্বার মাথায়। সঙ্গে সঙ্গেই মাঠ থেকে বেরিয়ে যান তিনি। ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ ফেব্রুয়ারি মারা যান রমন লাম্বা।
ভারতের হয়ে চারটি টেস্ট ও ৩২টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন অলরাউন্ডার রমন লাম্বা। ১৯৮৬ সালে কানপুরে শ্রীলংকার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় লাম্বার। এর আগে একই বছর জয়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেন প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। শেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন ১৯৮৯ সালে লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে।