মুস্তাফিজকে ভারত কীভাবে খেলে, দেখতে চান সৌরভ
২০১৫ সালে দারুণ আলোড়ন তুলেই ক্রিকেট বিশ্বে পা রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। অভিষেক সিরিজে দারুণ বোলিং করে নিয়েছিলেন ১৩টি উইকেট। ভারতীয় ব্যাটসম্যানরা হতভম্ব হয়ে গিয়েছিলেন তরুণ এই বাঁ-হাতি পেসারের দুর্দান্ত সব কাটার-ইয়র্কারে। এশিয়া কাপে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগেও ভারতীয় শিবিরের প্রধান আলোচনার বিষয় মুস্তাফিজ। এমনকি মুস্তাফিজকে এবার ভারতীয় ব্যাটসম্যানরা কীভাবে মোকাবিলা করেন, তা দেখার জন্য কৌতূহল নিয়ে অপেক্ষা করছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও।
ভারতের আনন্দবাজার পত্রিকায় লেখা এক কলামে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন সৌরভ। বিশেষভাবে বলেছেন মুস্তাফিজের কথা। ভারত সম্প্রতি বেশ কয়েকটি ম্যাচ জিতে ভালো আত্মবিশ্বাস সংগ্রহ করলেও বাংলাদেশের বিপক্ষে যে ধোনি-কোহলিদের বাড়তি সতর্ক থাকতে হবে সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন সৌরভ। লিখেছেন, ‘ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশের মাঠে বাংলাদেশ দুর্দান্ত। নিজেদের পরিবেশে খেলাটা ওরা উপভোগ করে। গত বছর ভারতের প্রধান সংহারক ছিল তরুণ বাঁ-হাতি সিমার মুস্তাফিজুর রহমান। ইতিমধ্যে যে বেশ বিখ্যাত হয়ে উঠেছে। টি-টোয়েন্টিতে ভারত ওকে কীভাবে খেলে, সেটা দেখতে আগ্রহ হচ্ছে।’
শুধু এশিয়া কাপেই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও ভারত এবার অন্যতম ফেভারিট। ভারতের বর্তমান দলটি যে অনেক সিরিয়াস ও আত্মবিশ্বাসী তা আরো অনেকের মতো বলেছেন সৌরভও। সেই সঙ্গে বাংলাদেশের দলটিও যে ‘দুর্দান্ত’, সেটাও বলতে ভোলেননি ভারতের অন্যতম সফল এই অধিনায়ক। আনন্দবাজার পত্রিকায় তিনি লিখেছেন, ‘বাংলাদেশও দুর্দান্ত। সিনিয়র আর জুনিয়রের ভালো ভারসাম্য আছে টিমে। মাশরাফি, সাকিব, মুশফিকুর, মাহমুদউল্লাহর সঙ্গে আছে তাসকিন, মুস্তাফিজুরদের মতো তরুণ। দেখা যাক, এই আত্মবিশ্বাসী ভারতের মোকাবিলা ওরা কীভাবে করে।’