খেলার জন্য মাঠ প্রস্তুত
রাজধানীতে হঠাৎ করেই ঝুম বৃষ্টির কারণে শঙ্কা তৈরি হয়েছিল ভারত-বাংলাদেশের ম্যাচ নিয়ে। খেলাটা শেষ পর্যন্ত হবে তো? বৃষ্টির বাধায় পণ্ড হবে না তো এশিয়া কাপের প্রথম ম্যাচটা? এমন প্রশ্নের আনাগোনাই শুরু হয়েছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে ৭টাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত-বাংলাদেশের লড়াই। আবার নতুন করে বৃষ্টি না শুরু হলে উপভোগ করা যাবে পুরো ২০ ওভারের খেলা।
বুধবার দুপুরে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে দমকা ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি হয়। পুরো মাঠ ঢেকে রাখায় নির্ধারিত সময়ে খেলা শুরুর ক্ষেত্রে সমস্যা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের চেয়্যারম্যান লোকমান হোসেন ভূঁইয়া। বাংলাদেশ-ভারতের জমজমাট ক্রিকেটীয় লড়াই উপহার দেওয়ার জন্য মাঠও পুরোপুরি প্রস্তুত আছে।
তবে এরই মধ্যে আবার বৃষ্টি হানা দিলে ওভার কাটছাঁট হতে পারে। সেক্ষেত্রে কত ওভার কাটা হবে তা নির্ভর করবে কতক্ষণ খেলা বন্ধ থাকবে তার ওপর।
এবারই প্রথমবারের মতো এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এবারই প্রথমবারের মতো দেখা গেছে একটি বাছাইপর্ব। চার দেশের সেই বাছাইপর্বের লড়াইয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। সে সঙ্গে রয়েছে চারটি টেস্ট খেলুড়ে দেশ- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।