দেশে আসছে সাকিবের ছোট্ট ‘রাজকন্যা’
তিনি নিজে এখন এশিয়া কাপ নিয়ে ব্যস্ত। ওদিকে ছোট্ট মেয়েটা মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে। খেলার মাঠে কী মন বসে! সাকিব আল হাসানের জন্য সুখবর, তাঁর ছোট্ট ‘রাজকন্যা’ ঢাকায় আসতে যাচ্ছে। সাকিবের স্ত্রী শিশিরের ফেসবুক পেজ থেকে জানা গেছে এ তথ্য।
গত বছরের ৯ নভেম্বর নিউইয়র্কের একটি হাসপাতালে সাকিব-শিশিরের মেয়ে আলাইনা হাসান অব্রির জন্ম। মেয়ের জন্মের পর কিছু দিন যুক্তরাষ্ট্রে থাকলেও বিপিএলে খেলার জন্য দেশে ফিরে আসতে হয়েছিল সাকিবকে।
বিপিএল শেষে স্ত্রী-কন্যার কাছে ফিরে গেলেও বেশি দিন থাকতে পারেননি। কয়েক মাস ধরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা-যাওয়ার মধ্যে থাকতে হচ্ছিল বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে। এবার সাড়ে তিন মাসের অব্রি নিজেই আসছে বিশ্ববিখ্যাত বাবার কাছে।
শিকাগো বিমানবন্দর থেকে শিশির একটা স্ট্যাটাস দিয়েছেন তাঁর ফেসবুক পেজে। সেখানে লেখা, ‘দেশে যাওয়ার সময় হলো।’ এশিয়া কাপে আরব আমিরাতের মুখোমুখি হওয়ার পরই হয়তো অব্রিকে বুকে টেনে নেওয়ার সুযোগ পাবেন সাকিব।
২০১২ সালের ১২ ডিসেম্বর (১২-১২-২০১২) স্মরণীয় তারিখে সাকিব ও যুক্তরাষ্ট্রপ্রবাসী উম্মে আহমেদ শিশির নতুন জীবন শুরু করেছিলেন। বিয়ের প্রায় তিন বছর পর শিশিরের কোল আলো করে এসেছে অব্রি।