জানা গেল সাকিব-শিশিরের ‘রাজকন্যার’ নাম
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কন্যাসন্তানের বাবা হয়েছেন—এই খবর কারোই অজানা নয়। গত নভেম্বরেই তাঁদের সন্তান পৃথিবীর আলো দেখেছে। এবার নতুন খবর হলো, কন্যার নামও রাখা হয়েছে—আলাইনা হাসান অব্রি।
যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরে সাকিব নিজেই জানিয়েছেন খবরটি। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘কন্যা এবং স্ত্রী দুজনেই সুস্থ আছে। সন্তানের নাম রাখা হয়েছে অব্রি।’
সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, এই জানুয়ারির শেষ সপ্তাহে তাঁর স্ত্রী ও সন্তান ঢাকায় আসবে। তখনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা তাঁর সন্তানের ছবি।
গত বছর ৯ নভেম্বর নিউইয়র্কের একটি হাসপাতালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির কন্যাসন্তানের জন্ম দেন। তার আগে আগস্টে তিনি ঢাকা ছেড়ে যান। মূলত তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী।
বিপিএল শেষে ডিসেম্বরের মাঝমাঝিতে স্ত্রী ও সন্তানের পাশে থাকতে মাকে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। বুধবার ফিরেছেন তিনি। বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সামনে রেখে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি।