এবার মুস্তাফিজকে ভারতের রাজনৈতিক নেতার হুমকি
আইপিএলের পরিচিত মুখ মুস্তাফিজুর রহমান। ইতোমধ্যে ৮ আসরে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির জার্সিতে আইপিএল খেলেছেন তিনি। দারুণ পারফরম্যান্সও উপহার দিয়েছেন। টুর্নামেন্টটির আগামী আসরে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকে কলকাতা নাইট রাইডার্সে নাম লিখিয়েছেন ফিজ।
আগামী এপ্রিলে শুরু হবে আইপিএল। কিন্তু মুস্তাফিজের খেলা নিয়েই এখন শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগে ভারতীয় হিন্দুত্ববাদী নেতাদের একের পর এক হুমকির মুখে পড়তে হচ্ছে টাইগার পেসারকে।
মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে শাহরুখ খানের কাছে অনুরোধ জানিয়েছেন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম। টাইগার পেসারকে হুমকিও দিয়ে রেখেছেন তিনি।
সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে সঞ্জয় নিরুপম বলেছেন, ‘যখন পুরো দেশ বাংলাদেশের ওপর রাগান্বিত ও ক্ষুব্ধ, এমনকি বাংলাদেশি কারও সঙ্গে ভারতীয় কোনো নাগরিকের ন্যূনতম সংযোগ নেই, ফলে তাদের কেউ এলে সেই আক্রোশের শিকার হবেন।’
মুস্তাফিজকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়ে সঞ্জয় বলেন, ‘যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার শাহরুখ খানের দলে থাকে, তিনি মেজর টার্গেট হওয়ার আগেই আমাদের অনুরোধ তাকে যেন বাদ দেওয়া হয়। এটি তার নিজের জন্যই ভালো হবে এবং তাতে ভারতের স্বার্থও রক্ষা হবে।’
এর আগে উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোমও হুমকি দিয়ে রেখেছেন। ফিজকে বিমানবন্দরের বাইরে পা রাখতেই দেবেন না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি।
সঙ্গীত সোম বলেছেন, ‘মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না–এটা আমার প্রতিজ্ঞা।’
এরপর শাহরুখ খানকে গাদ্দার আখ্যা দিয়ে বিজেপি নেতা সঙ্গীত সোম বলেছেন, ‘শাহরুখ খানের মতো গাদ্দারদের এই বার্তাটি ভালো করে বুঝে নেওয়া উচিত। উনি আদতে দেশদ্রোহিতা করছেন। অথচ এই দেশের মানুষের ভালোবাসার কারণেই আজ তিনি এই অবস্থানে পৌঁছেছেন।’
উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ জানান, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে কলকাতাকে। নিউজ ১৮ তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।’

স্পোর্টস ডেস্ক